Site icon The News Nest

এবার রিমেকের তালিকায় ‘দ্য বার্নিং ট্রেন’, পরিচালক জ্যাকি ভাগনানি

the burnong train

ওয়েব ডেস্ক: বলিউডে সিনেমার রিমেকের তালিকার মধ্যে এবার যোগ হল ১৯৮০ সালের রবি চোপড়ার বিখ্যাত সিনেমা দ্য বার্নিং ট্রেন। বুধবার প্রযোজক জুনো চোপড়ার সঙ্গে জুটি বেঁধে এই সিনেমার রিমেক বানাবেন বলে ঘোষণা করলেন পরিচালক জ্যাকি ভাগনানি।

সোশ্যাল মিডিয়ায় সেই ঘোষণার কথা নিজেই জানিয়েছেন জ্যাকি। দেখে নিন সেই পোস্ট…

সিনেমার রিমেক বানাবেন এই কথাই জানিয়েছেন তিনি। তবে কোন কোন অভিনেতাকে দেখা যাবে তা এখনও প্রকাশ্যে আসেনি। দ্য বার্নিং ট্রেনে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, হেমা মালিনী, জিতেন্দ্র, বিনোদ খান্না, পারভিন বিবি, নীতু সিং, বিনোদ মেহরা ও ড্যানি-সহ প্রমুখরা।

আরও পড়ুন: আরএসএসের সদস্য থেকে যৌনজীবন, আত্মজীবনীতে অকপট মিলিন্দ সোমান

রবি চোপড়া পরিচালিত বিখ্যাত ওই সিনেমার কাহিনি ছিল, দিল্লি থেকে মুম্বইয়ের দিকে রওনা হচ্ছিল সুপারফাস্ট ট্রেন সুপার এক্সপ্রেস। সেই ট্রেনেই বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটিতে আগুন ছড়িয়ে পড়ে। সিনেমায় দেখা গিয়েছিল, ওই ট্রেনটি ডিজাইন করেছিলেন বিনোদ খান্না ও ড্যানি। পরে তা বাতিলও হয়ে যায়। অন্যদিকে, ট্রেনের ভিতর আতঙ্কিত যাত্রীদের বাঁচানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন ধর্মেন্দ্র। সঙ্গী ছিলেন রবি তথা জিতেন্দ্র ও রাকেশ তথা বিনোদ মেহরা।

(আপনার আশপাশের পরিবর্তনের অংশ হতে চান? আমাদের খবর পাঠান ইমেল্ ও হোয়াটআপের মাধ্যমে)

 

Exit mobile version