Site icon The News Nest

Nabanna Accident: নবান্নের কাছে পথচারীর ওপর উলটে গেল লরি! দেড় ঘণ্টা পর উদ্ধার, হল না শেষরক্ষা

NABANNA

প্রায় ঘণ্টা দেড়েক ধরে চলল উদ্ধার কাজ। ছাই বোঝাই লরির নীচ থেকে তাঁকে বেরও করে এনেছিলেন উদ্ধারকারী। কিন্ত বাঁচানো গেল না।  নবান্নে সামনে দুর্ঘটনা মৃত্যু হল এক পথচারীর।

স্থানীয় সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ নবান্নের কাছে কোলাঘাট থেকে কলকাতামুখী ছাইয়ের কন্টেনার বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার তলায় চাপা পড়ে যান এক ব্যক্তি। ততক্ষণে জ্ঞান হারিয়েছেন ওই ব্যক্তি। উল্টানো লরির পাশেই অ্যাম্বুলেন্স এনে, সেখান থেকে অক্সিজেনের নল ঢোকানো হয় চাপা পড়া ব্যক্তির নাকে। এ ভাবেই তাঁকে অক্সিজেন দেওয়া হয়।

আরও পড়ুন:  KMC Election 2021:পানীয় জল থেকে সৌন্দর্যায়ন, ইস্তেহারে দশ দিগন্তে জোর তৃণমূলের

এভাবেই কেটে যায় প্রায় ঘণ্টা দেড়েক। শেষপর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত লরির নীচে থেকে ওই ব্যক্তিকে বের করে আনেন উদ্ধারকারীকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কীভাবে দুর্ঘটনা ঘটল? কেন নিয়ন্ত্রণ হারালেন লরির চালক? তা কিন্তু এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে অনুমান, হয় গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল, অথবা গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।

ঘটনাস্থলে রেয়েছে পুলিশ। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: দু’‌দিন কলকাতায় বন্ধ থাকছে মদের দোকান, কোন কোন দিন বন্ধ?‌ জানুন

Exit mobile version