Site icon The News Nest

বাইক থামিয়ে ফোনে কথা, গাড়ির ধাক্কায় মা উড়ালপুল থেকে নীচে পড়ে মৃত যুবক

maa

বান্ধবীর সঙ্গে নিজস্ব গন্তব্যে যাচ্ছিলেন। ফোন আসায় বাইক স্ট্যান্ড করে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলে নিতে চাইছিলেন। সেটাই কাল হল। উল্টোদিক থেকে আসা গাড়ির ধাক্কায় মা সেতু থেকে ছিটকে নীচে পড়ে গেলেন এক যুবক। আশঙ্কাজজনক অবস্থায় তাঁকে ন্যাশানাল মেডিক্যাল কলেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর নাগাদ মা উড়ালপুল দিয়ে বান্ধবীকে বাইকে নিয়ে সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন অরিজিৎ। সেই সময়ে তাঁর একটি ফোন আসে। উড়ালপুলে দাঁড়িয়েই সেই ফোনটি ধরেন অরিজিৎ। সেই সময়ে হঠাৎ পিছন থেকে একটি বড় গাড়ি এসে ধাক্কা মারে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে গেট টপকে ঢোকার চেষ্টা, বিধানসভা চত্বরে শিক্ষিকাদের বিক্ষোভে ধুন্ধুমার

গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে নীচে পড়ে যান অরিজিৎ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃ্ত্যু হয়।

ঘটনায় সামান্য চোট পেয়েছেন মৃত যুবকের বান্ধবীও। তাঁর নাম দুহিতা পাল। অরিজিৎ সাগর দত্ত হাসপাতালে কাজ করতেন বলে খবর পাওয়া গিয়েছে। তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।ঘটনায় হকচকিয়ে গিয়েছেন প্রত্যক্ষদর্শীরাও। হুলুস্থুলের জেরে সাময়িক ভাবে যান চলাচলও স্তব্ধ হয়ে যায় ওই এলাকায়।

আরও পড়ুন: ফুসফুসে সংক্রমণ-কিডনিতেও সমস্যা, হাসপাতালে ‘পদ্মশ্রী’ নারায়ণ দেবনাথ

Exit mobile version