Site icon The News Nest

WB election 2021: নন্দীগ্রামে ১২০০ ভোটে জয়, হুইলচেয়ার ছাড়লেন মুখ্যমন্ত্রী

mamata 2

নন্দীগ্রামে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুরু থেকে এই আসনে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। দিনভর চলছিল কাটায় কাটায় টক্কর। কিন্তু দেখা গেল শেষে গণনার দিকে ব্যবধান কমাতে থাকে তৃণমূল। শেষ রাউন্ডের গণনায় জিতে যায় মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃতীয়বার বাংলার ক্ষমতা দখল করা কার্যত সময়ের অপেক্ষা তৃণমূলের কাছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে গতবারের মতোই বিপুল ভোটে জিততে চলেছে তৃণমূল। এখনও পর্যন্ত ২১০টি আসনে এগিয়ে রয়েছে। তারা বিজেপি সেখানে ৮০টি আসনে।

রাজ্যের ফল নিশ্চিত হতেই দেখা গেল কালীঘাটে নিজের বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে অফিসে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৭ রাউন্ডের শেষে ডোমজুড়ে ৪১ হাজার ভোটে পিছিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়। বারাসতে ২৩ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। রাজারহাট-গোপালপুরে জয়ী তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে জয়ী অতীন ঘোষ। ৩৪ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা কাকদ্বীপ বিধানসভা জয়ী হয়েছেন। জয়ের ব্যবধান ২৫ হাজার ৩৩৩। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই ১৪ হাজার ৭৬১ ভোটে জয়ী। মেদিনীপুর কেন্দ্রে জয়ী তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া।

আরও পড়ুন: WB election 2021: দুই অঙ্কও পেরোতে পারবে না বিজেপি, পুরনো টুইট মনে করালেন PK

  • জয়ী: সিঙ্গুরে বেচারাম, ভাঙড়ে নওশাদ, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা, খড়্গপুর সদরে হিরণ, সোনারপুর দক্ষিণে লাভলি

সিঙ্গুরে বেচারাম মান্না ২৫৯৩৩ ভোটে জয়ী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পরাজিত করলেন তিনি। ভাঙড়ে সংযুক্ত মোর্চা প্রার্থী নওশাদ সিদ্দিকি ২৬ হাজার ৩৭৬ ভোটে জয়ী। অন্য দিকে আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে হারালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। খড়্গপুর সদরে ৩১১৯ ভোটে জয়ী বিজেপি-র হিরণ চট্টোপাধ্যায়। সোনারপুর দক্ষিণে জিতেছেন তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মৈত্র।

  • পার্থ, সুব্রত থেকে ফিরহাদ, শোভনদেব, দিকে দিকে এগিয়ে তৃণমূলের হেভিওয়েটরা

তৃণমূলের একাধিক হেভিওয়েট প্রার্থী এগিয়ে রয়েছেন। বেহালা পশ্চিম কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়, বালিগঞ্জ কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায়, কলকাতা বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিম, ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েটরা এগিয়ে রয়েছেন বড় ব্যবধানে।

  • আসতে শুরু করেছে ভোটের ফল

জিতলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মলয় ঘটক। বারাবনির তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় জয়লাভ করলেন। জামুড়িয়ায় তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ ৭৭৬৯ ভোটে জয়লাভ করলেন। ৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। হাওড়ার উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূলের সমীর পাঁজা। উলুবেড়িয়া পূর্ব থেকে জয়ী প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল প্রার্থী বিদেশ বসু। পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ৩২৯৫ ভোটে জয়লাভ করলেন। বজবজ কেন্দ্রে জয়ী তৃণমূলের অশোক দেব। ইটাহারের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন প্রায় ৪৪ হাজার ভোটে জয়ী।

কুলটিতে জয়ী বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। শিলিগুড়িতে জয়ী বিজেপি-র শঙ্কর ঘোষ। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই ১৪ হাজার ৭৬১ ভোটে জয়লাভ করলেন।

শীতলখুচি বিধানসভা কেন্দ্রে ১৬ রাউন্ড শেষে ১৮ হাজার ৫৩৪ ভোটে বিজেপি এগিয়ে।

আরও পড়ুন: Kerala Election Results 2021 LIVE: এগিয়ে বামজোট, ভাঙার পথে চার দশকের প্রথা

 

 

Exit mobile version