Site icon The News Nest

WB election 2021: ২১ আসনে প্রার্থী-নাম ঘোষণা করল আব্বাস সিদ্দিকির আইএসএফ

abbas siddiqui 1

অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। প্রাথমিকভাবে রাজ্যের ২০ টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে পীরজাদা আব্বাস সিদ্দিকির দল। সেইসঙ্গে উত্তরবঙ্গ এবং মধ্যমগ্রাম, মগরাহাট, হাড়োয়া, ময়ূরেশ্বর, দেগঙ্গা-সহ দক্ষিণবঙ্গের একাধিক আসনেও প্রার্থী দেবে সংযুক্ত মোর্চার শরিক দল।

বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট করে এ বারে ভোটে লড়ছে আব্বাস সিদ্দিকির দল। আসন বন্টন নিয়ে তিন পক্ষের মধ্যে ‘দড়ি টানাটানি’ শেষ পর্যন্ত ব্রিগেড সমাবেশের মঞ্চ পর্যন্ত পৌঁছয়। কিন্তু শেষমেশ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মধ্যস্থতায় জট খোলে। এখনও পর্যন্ত ৩৭টি আসনে আইএসএফ প্রার্থী দেবে বলে ঠিক হয়েছে। কংগ্রেস প্রার্থী দিচ্ছে ৯২টি আসনে। বাকি আসনগুলিতে প্রার্থী বামফ্রন্টের সমস্ত শরিক দল। দলছুট তৃণমূল নেতারাও জায়গা পেয়েছেন আব্বাসের তালিকায়।

আরও পড়ুন: পামেলার গাড়িতে রাখতে মাদক কিনেছিল এক লাস্যময়ী! পুলিশের জালে রাকেশ ঘনিষ্ঠ যুবতী

আইএসএফ প্রকাশিত তালিকায় রায়পুরে মিলন মান্ডি, মহিষাদলে বিক্রম চট্টোপাধ্যায়, চন্দ্রকোনায় গৌরাঙ্গ দাস, কুলপিতে সিরাজু্দ্দিন গাজী, মন্দিরবাজারে সঞ্জয় সরকার, জগৎবল্লভপুরে শেখ সাব্বির আহমেদ, হরিপালে সিমল সরেন, খানাকুলে ফাইসাল, মেটিয়াবুরুজে নুরুজ্জামান, উলুবেড়িয়া পূর্বে আব্বাসউদ্দিন খান, রানাঘাট উত্তর-পূর্বে দীনেশচন্দ্র বিশ্বাস, কৃষ্ণগঞ্জে অনুপ মণ্ডল, সন্দেশখালিতে বরুণ মাহাতো, চাপড়ায় কাঞ্চন মৈত্র, অশোকনগরে তাপস চক্রবর্তী, আমডাঙায় জামালউদ্দিন, আসানসোল উত্তরে মহম্মদ মোস্তাকিন এবং এন্টালিতে মহম্মদ ইকবাল আলম। এ ছাড়াও জোটে ক্যানিং পূর্ব, জাঙ্গিপাড়া, মধ্যমগ্রাম, হাড়োয়া, ময়ূরেশ্বরে প্রার্থী দেবে আব্বাসের দল। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের দেগঙ্গা ও মগরাহাটের মতো আসনগুলিতেও প্রার্থী দেবে তারা।

আইএসএফের পাশাপাশি রবিবার দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে চাপড়া আসন নিয়ে কংগ্রেসের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। গত বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআইএমের সামসুল ইসলাম মোল্লা। সেই নিরিখে সিপিআইএম চাপড়া আসনে প্রার্থী দেওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও আইএসএফকে আসনটি ছেড়ে দিয়েছে বামফ্রন্ট। কিন্তু তাতে আপত্তি জানিয়েছেন স্থানীয় কংগ্রেস নেতারা। কংগ্রেসের প্রার্থী দেওয়ার দাবিতে রীতিমতো মিছিল করেন তাঁরা। জেলার কংগ্রেস নেতাদের বক্তব্য, গতবার জোটের স্বার্থে বামফ্রন্টকে আসনটি ছাড়া হয়েছিল। কিন্তু চাপড়ায় আইএসএফের কোনও ভিত্তি-জনসমর্থন নেই।

আরও পড়ুন: ভরসা রাখুন আমার উপর, হুইল চেয়ারে বসে ভাঙা পায়েই খেলা হবে, বার্তা তৃণমূলনেত্রীর

Exit mobile version