Site icon The News Nest

আজ ২ দিনের রাজ্যে সফরে আসছেন নাড্ডা, যাবেন নিহত বিজেপি কর্মীদের বাড়িতে

JP nadda

বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি। বিজেপির অভিযোগ, তাদের অন্তত ৫ জন কর্মীকে হত্যা করা হয়েছে।

তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার ডাক দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার, দুদিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। গেরুয়া শিবির সূত্রে খবর, এদিন দুপুর দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন নাড্ডা। সেখান থেকে সরাসরি যাবেন নিহত দলীয় কর্মীদের বাড়িতে। সেখানে পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।

প্রথমে দুপুর তিনটে নাগাদ নাড্ডা যাবেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে। সেখানে পরিবারের সঙ্গে দেখা করবেন। এরপর সাড়ে চারটে নাগাদ তিনি যাবেন বেলেঘাটা। সেখানেও নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।

অন্যদিকে, দলীয় কর্মীদের নিহত হওয়ার ঘটনায় ট্যুইট করে হুমকি দেন বিজেপির সাংসদ পরভেশ সাহিব সিং। বলেন, ‘নির্বাচনে জিতেই তৃণমূলের গুন্ডারা আমাদের কর্মীদের খুন করছে। বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। খেয়াল রাখবেন, তৃণমূলের সাংসদ, মুখ্যমন্ত্রী, বিধায়কদের কিন্তু দিল্লি আসতে হবে। আমি আপনাদের সতর্ক করছি। নির্বাচনে হার-জিত হতে পারে কিন্তু খুন নয়।’

আরও পড়ুন: ভোরবেলা আগুন রাজভবনে, ৬টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

বিধানসভা ভোটের ফল ঘোষণার পর কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করে। নদিয়ার গাংনাপুর, কোচবিহারের সিতাই ও দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে  দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পাল্টা  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পূর্ব বর্ধমানে আমাদের কর্মীদের খুন করা হয়েছে। বিজেপি অত্যাচার এখনও চালিয়ে যাচ্ছে। শীতলকুচিতেও ওরা অত্যাচার চালাচ্ছে। কোচবিহারের এসপির ইন্ধনে যা হয়েছে আপনারা জানেন।’

যদিও, ভোচ-পরবর্তী হিংসা বন্ধ করতে উদ্যোগী হন মমতা। সকলকে শান্তি বজায় রাখতে আহ্বান করেন। বলেন, ভোটে হার জিত আছে। কিন্তু শান্ত থাকুন। শান্তি বজায় রাখুন। কোনও অভিযোগ থাকলে পুলিশকে জানান। পুলিশকেও বলব নিজেদের দায়িত্ব পালন করুন।

আরও পড়ুন: ‘এই প্রথম প্রধানমন্ত্রীর ফোন পেলাম না’, মোদীর ‘সৌজন্যে’ নিয়ে প্রশ্ন মমতার

Exit mobile version