Site icon The News Nest

Abhishek Banerjee: মমতার আশঙ্কায় সিলমোহর, অভিষেককে ফের সমন ইডি-র

ABHISHEK scaled

সত্যি হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পরের দিনই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

দিল্লি থেকে টিম আসছে। তদন্তকারী অফিসার-সহ একটি বিশেষ দল অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এ কি কেবলই কাকতালীয়? ২৪ ঘণ্টা পেরোয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে ভবিষ্যদ্বানী করেছিলেন, “এই সভায় একটু আগেই অভিষেক খুব ভাল বক্তৃতা দিয়েছে, আমার মন বলছে, ওকে কাল না নোটিস ধরায় আবার। আগে তো ওকে নোটিস ধরিয়েছে, ওর বউকেও নোটিস ধরিয়েছে। এবার বোধ হয় ২ বছরের বাচ্চাটাকেও নোটিস ধরাবে।”

দিল্লি থেকে টিম আসছে। তদন্তকারী অফিসার-সহ একটি বিশেষ দল অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এ কি কেবলই কাকতালীয়? ২৪ ঘণ্টা পেরোয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে ভবিষ্যদ্বানী করেছিলেন, “এই সভায় একটু আগেই অভিষেক খুব ভাল বক্তৃতা দিয়েছে, আমার মন বলছে, ওকে কাল না নোটিস ধরায় আবার। আগে তো ওকে নোটিস ধরিয়েছে, ওর বউকেও নোটিস ধরিয়েছে। এবার বোধ হয় ২ বছরের বাচ্চাটাকেও নোটিস ধরাবে।”

আরও পড়ুন: Durga Puja 2022: অনুদান বাড়াবে কি নবান্ন? সোমে পুজো প্রস্তুতির বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

এর আগে তৃণমূলের বড় সভা হয়েছে গত ২১ জুলাই। তার অব্যবহিত পরে রাজ্যের অধুনা প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’ মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার সে কথা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেছিলেন, ‘‘২১ জুলাই আমাদের সমাবেশ হল। ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হল। ২২ জুলাই কেন? কেন ২৩ জুলাই নয়? কেন ২৪ জুলাই নয়?’’ তার পর প্রায় নিশ্চিত সুরে অভিষেক বলেন, ‘‘আপনারা লিখে রাখুন, চার-পাঁচ দিনের মধ্যে ওরা আবার কিছু একটা করবে।’’

দুর্নীতি-বিদ্ধ শাসকদলের দুই হেভিওয়েট নেতা মন্ত্রী এখন হাজতবাসে। দল যে প্রবল একটা ঝড়ের মুখে পড়েছে, তা স্বীকার করেছে খোদ সুপ্রিমোই। এই পরিস্থিতিতে অভিষেককে তলব শাসকদলের অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে নেত্রী তথা দলের সেকেন্ড ইন কম্যান্ড আগেই এই বার্তা দিয়ে রেখেছেন, কোনও ভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে ভয় দেখানো যাবে না। এই লড়াইয়ের মোকাবিলা করতে তাঁরা রাজনৈতিকভাবে প্রস্তুত। শুক্রবার অভিষেক ইডি দফতরে হাজিরা দেন কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন: NCRB Data: কলকাতা দেশের নিরাপদতম শহর, অপরাধের তালিকায় শীর্ষে দিল্লি

Exit mobile version