Site icon The News Nest

KMC Election Results 2021: ছোট লালবাড়ি শাসন ফের তৃণমূলের হাতেই, ১৩৪ ওয়ার্ডে জোড়া-ফুলের রমরমা

tmc 5

কলকাতার ছোট লালবাড়ি শাসন ফের তৃণমূলের হাতেই। মানুষের রায় ফের জয়ী জোড়া-ফুল।। ১৬টি বোরোই তৃণমূলের দখলে। প্রত্যাশা মতোই ১৩৪টি ওয়ার্ড তৃণমূলের দখল করেছে। ৩টি এগিয়ে বিজেপি প্রার্থীরা, ২টিতে বামেরা, ২টিতে, কংগ্রেস ও ৩ কেন্দ্রে এগিয়ে নির্দল প্রার্থীরা।

বিপুল জয়ে উচ্ছ্বসিত জোড়-ফুলের নেতা, কর্মীরা। শহরজুড়ে উড়ছে সবুজ আবীর। জয় পেয়েছেন তৃণমূলের ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অতীন ঘোষ, তারক সিং, জীবন সাহা সহ সব বিদায়ী বোর্ডের মেয়র পারিষদরা। অন্যদিকে গড় ধরে রেখেছেন বিজেপির মিনাদেবী পুরহিত, সুনীতা ঝাওয়াড়রা। জয়ী সজল ঘোষও। জিতেছেন কংগ্রেসের সন্তোষ পাঠক। নির্দল প্রার্থীদের দখলে ২টি আসন। তবে এখনও পর্যন্ত প্রাপ্ত ভোটের নিরিখে শতাংশের বিচারে বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে বামেরা।

আরও পড়ুন: KMC Poll 2021: হাসপাতালের ছাদ দখল করে বিরিয়ানি রান্না! অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

বিপুল এই জয়কে ‘গণতন্ত্রের জয়’ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘মানুষের রায়ে BJP, CPM, Congress ভোকাট্টা-নো পাত্তা, আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে।’

গত রবিবার কলকাতা পুরসভায় ভোট হয়। ১৪৪টি কেন্দ্রের ভোটে হিংসা, ছাপ্পা ভোট, রিগিং, বিরোধী দলের প্রার্থী, নেতা, কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। পুনর্নির্বাচনের দাবি তুলেছেন বিরধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোর্টে গিয়েছে বাম-বিজেপি। ২৩ তারিখ সেই মামলার শুনানি। তবে শাসক তৃণমূলের দাবি, মানুষের সমর্থন না পেয়েই শুরু থেকে ভোটে সন্ত্রাসের অভইযোগ তুলছেন বিরোধীরা।

আরও পড়ুন: KMC Election 2021 Result: ভোট শতাংশে শীর্ষে তৃণমূল, অস্তিত্ব রক্ষার চাপে বিরোধীরা

 

Exit mobile version