Site icon The News Nest

Mamata Banerjee: বিহারের পাথরে আমাদের বদনাম কেন? বন্দে ভারত নিয়ে পাল্টা তোপ মমতার

DIDI 1

বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় বাংলাকে জড়িয়ে আক্রমণ করেছিলেন বিজেপি নেতারা। কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রেলমন্ত্রক সিসিটিভি ফুটেজ প্রকাশ করে আজ জানিয়ে দিয়েছে, বাংলা নয়। বিহার থেকে ছোড়া হয়েছিল পাথর। এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপি নেতারা মুখ লুকিয়েছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ফেরার পথে তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে।

বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সেখানেই বন্দে ভারত নিয়ে ভুল প্রচার করায় বিজেপিকে আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘বেশ কিছু সংবাদমাধ্যম তিন দিন ধরে বিষয়টি প্রচার করেছে আমাদের বিরুদ্ধে। ফেক নিউজ় দেখিয়েছে। বাংলাকে অসম্মান করার চেষ্টা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে।’’ তিনি আরও বলেন, ‘‘ঘটনাটি বাংলায় ঘটেনি, ঘটেছে বিহারে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতন্ত্রে মানুষের ক্ষোভ থাকতেই পারে। তা বলে বিহারকে অপমান করলে চলবে না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার রয়েছে। বিহারে বিজেপি নেই বলে তারা পাবে না কেন?’’

আরও পড়ুন: Jeetu Kamal: থানার সামনেই খুন – ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, অভিযোগ জিতু-নবনীতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বন্দে ভারত কী? পুরনো ট্রেনকে রং করে করে দিয়েছে। ইঞ্জিনটা ছাড়া সবই অনেক পুরনো। আমার সময় বছরে অন্তত ১০০টি করে ট্রেন দিতাম। শেষ ১১ বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি। এই একটা ছাড়া। বিহারের পাথরে আমাদের বদনাম কেন? বাংলার নাম করে বদনাম করা যাদের কাজ, তাদের আমি তীব্র নিন্দা করছি।’‌

বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় প্রকাশ্যে আসতেই বিজেপি নেতারা রাজ্য সরকার ও শাসকদল তৃণমূলের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। সঙ্গে যে ভাবে নতুন ট্রেনের ওপর হামলা হয়েছে তা নিয়েও কাঠগড়ায় তোলা হয় রাজ্য প্রশাসনকে।

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেছেন, ‘‘যাদের কোনও কাজ নেই, তারাই এমনটা করে। তাদের কিছু তো করতে হবে। নিজেদের নেতিবাচক মনোভাব সর্বত্র ছড়িয়ে দিতে চাইছে। নিজেদের অস্বিত্বরক্ষার লড়াই করতে হচ্ছে। আমি তাদের বলব হতাশায় ভুগবে না। আর আমি সব সময় কেন্দ্র-রাজ্য সমন্বয় করে কাজ করার পক্ষপাতী।’’ তিনি আরও বলেন, ‘‘কেন্দ্র-রাজ্য মিলেমিশে কাজ করবে। তাই আমরা বলতে চাই, কারও একচেটিয়া আধিপত্য নেই। গণতন্ত্রে এটা সবাইকে মনে রাখতে হবে।’’

আরও পড়ুন: Didir Doot: প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে যাবে মমতার চিঠি! কী লেখা আছে?

Exit mobile version