Site icon The News Nest

Moloy Ghatak: বিধানসভায় হঠাৎ অসুস্থ মন্ত্রী মলয় ঘটক, তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে

malay

বিধানসভায় আচমকা অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী মলয় ঘটক। বিধানসভায় প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মলয়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর কক্ষে ছুটে যান মন্ত্রী ফিরহাদ হাকিম, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই। খবর দেওয়া হয় বিধানসভার চিকিৎসকদেরও। তাঁরা প্রাথমিক ভাবে দেখে জানান, রক্তচাপ কমে গিয়েছে মন্ত্রীর। জানা গিয়েছে, গায়ে জ্বর নিয়েই মঙ্গলবার বিধানসভার অধিবেশনে হাজির হয়েছিলেন মলয়।

আরও পড়ুন: Jadavpur University ragging: ‘পুরষাঙ্গের দৈর্ঘ্য, বাবা-মায়ের যৌনমিলনের দিন’- যাদবপুরের ‘ইন্ট্রো’ আদতে কী?

বিধানসভার চিকিৎসকেরা পরামর্শ দেন, মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানোর। এর পরই দেখা যায়, হুইলচেয়ারে বসিয়ে বিধানসভার থেকে বার করে আনা হচ্ছে আইনমন্ত্রীকে। তার পর নিজের গাড়িতে করেই হাসপাতালে পৌঁছন মন্ত্রী। সেখানে চিকিৎসকেরা তাঁকে দেখছেন। বেশ কিছু পরীক্ষাও করানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিম্ন রক্তচাপের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। মন্ত্রী ফিরহাদ হাকিম নিজে যাচ্ছেন হাসপাতালে।প্রসঙ্গত,  কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরে ইডির নজরে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। একাধিকবার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এখনও পর্যন্ত মোট ১৩ বার হাজিরা এড়িয়েছেন তিনি।

আরও পড়ুন: Calcutta High Court: ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত হবে এসএসকেএম -এ, অনুমতি হাই কোর্টের

 

Exit mobile version