Site icon The News Nest

Moloy Ghatak: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১ ঘণ্টার মধ্যে আদালতে হাজির আইনমন্ত্রী

বুধবার বিকেল ৫টার মধ্যে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকেল সাড়ে ৪টে নাগাদ বিচারপতি এই নির্দেশ দেওয়ার ঠিক ২৫ মিনিটের মধ্যেই হাই কোর্টে পৌঁছে গেলেন আইনমন্ত্রী মলয়। বিচারপতির সামনে হাজিরা দিয়ে, তাঁর প্রশ্নের জবাব দিয়ে আবার বেরিয়েও গেলেন মিনিট দশেকের মধ্যে!

কাগজপত্র আইনমন্ত্রীর কাছে থাকায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির সিদ্ধান্ত নেওয়া যায়নি— বিচারবিভাগের সচিবের কাছে এ কথা শোনার পরেই আইনমন্ত্রী মলয়কে তলব করেছিলেন বিচারপতি। বিকেল ৫টার মধ্যে আইনমন্ত্রীকে আদালতে তলবের নির্দেশ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছেও পৌঁছে দিতে বলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন, বিচারবিভাগের সচিবকেও সেখানে উপস্থিত থাকতে হবে। সেই মতো বিকেল ৫টার একটু আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে পৌঁছে যান মলয়।

আরও পড়ুন: UNESCO World Heritage: শান্তিনিকেতনের মুকুটে নয়া পালক, ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করল ইউনেস্কো

মলয় ঘটক আদালতে হাজির হতেই বিচারপতি তাঁকে বলেন, “ভুল বুঝবেন না। আপনার হাসি মুখ দেখতেই ডেকেছি।”

মলয় ঘটক বলেন, “আমি অসুস্থ ছিলাম, তাই কাজ বাকি ছিল। ৬ অক্টোবরের মধ্যে কাজ শেষ করে দিচ্ছি।” এদিন মন্ত্রী উপস্থিত হওয়ার পর বিচারপতি তাঁকে স্বাগত জানিয়ে বলেন, “আপনার আদালতে আপনাকে ওয়েলকাম। আপনার কাছে অর্পণ চট্টোপাধ্যায় সংক্রান্ত একটি ফাইল পড়ে আছে। ওটা ছেড়ে দিন।” এ কথা শুনে মলয় ঘটক বলেন, “দিল্লি যাচ্ছি। ফিরে এসে ফাইল ছেড়ে দেব।” দিল্লি যাওয়ার কথা শুনে বিচারপতি প্রশ্ন করেন, “কে ডেকেছে? ইডি?”। উত্তরে মন্ত্রী বলেন, “একটা রাজনৈতিক কাজেই যাচ্ছি।”

এর পরেই বিচারপতির সামনে করজোড়ে নমস্কার করে বেরিয়ে যাচ্ছিলেন মলয়। সেই সময় বিচারপতি বলেন, ‘‘অন্য ভাবে নেবেন না। খারাপ ভাবেন না। আপনি কোর্টে এসেছেন আমি খুব খুশি।’’

আরও পড়ুন: Bank: ব্যাঙ্ক লকারের ১৮ লক্ষ টাকা খেল উইপোকা, মেয়ের বিয়ে দিতে গিয়ে মাথায় হাত প্রৌঢ়ার

Exit mobile version