Site icon The News Nest

নাইসেডের পাঠানো কিট ত্রুটিপূর্ণ!টেস্টে দেরি হচ্ছে, বিস্ফোরক অভিযোগ নবান্নের

কলকাতা: রাজ্যে করোনা টেস্টে শ্লথতার জন্য কার্যত কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলল রাজ্য সরকার। কলকাতার নাইসেড থেকে দু’সপ্তাহ আগে যে টেস্ট কিট দেওয়া হয়েছে সেগুলি ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেছে নবান্ন।

আইসিএমআর-নাইসেডের বিরুদ্ধে টুইট করে নিম্ন মানের কিট সরবরাহের অভিযোগ তুলল রাজ্যের স্বাস্থ্য দফতর।করোনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর-নাইসেড এবং রাজ্য সরকারের মধ্যে টানাপড়েন চলছিলই। কিট নিয়ে তরজার দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেল রবিবার।

আরও পড়ুন:  আশা ও আশঙ্কা রেখে আজ থেকে কিছু ছাড়, তবে হটস্পটে থাকছে কড়া নিয়ম

 দু’সপ্তাহ আগে যে টেস্ট কিট দেওয়া হয়েছে সেগুলি ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেছে নবান্ন। রবিবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ দফতর থেকে এই বিষয়ে একাধিক ট্যুইট করা হয়। ত্রুটিপূর্ণ টেস্ট কিটের কারণে রাজ্য সমস্যার মধ্যে পড়ছে বলে ট্যুইটে উল্লেখ করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, নাইসেডের পাঠানো ত্রুটিপূর্ণ কিটের কারণে দেশের অন্য়ান্য় ল্য়াবগুলিও সমস্যার মধ্যে পড়ছে বলেও রাজ্য সরকার জানিয়েছে।

বিশেষজ্ঞরা বারবার বলছেন করোনা রুখতে টেস্টই একমাত্র উপায়। লকডাউন অর্থহীন হয়ে যাবে যদি না বেশি সংখ্যায় টেস্ট করা হয়। অথচ এ রাজ্যে টেস্টের পরিমান যথেষ্ট কম বলেই অভিযোগ করছে বিরোধীরা। প্রশ্ন উঠছে সাধারণ মানুষের তরফ থেকেও। এই পরিস্থিতিতে নবান্ন থেকে রবিবার নবান্ন থেকে একের পর এক ট্যুইট করা হল।

সম্প্রতি বঙ্গে করোনা সংক্রমণে নমুনা পরীক্ষার হার নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন নাইসেড-প্রধান শান্তা দত্ত। তা নিয়ে কম হইচই হয়নি। তার পরে আরও বেশি নমুনা পরীক্ষা করানোর জন্য রাজ্যের উপরে চাপ বাড়তে শুরু করে। রাজ্য সরকারের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার ফল পেতে কেন দেরি হচ্ছে, সেই প্রসঙ্গে আইসিএমআর-নাইসেডকে নিশানা করে এ দিন স্বাস্থ্য দফতরের তরফে পরপর চারটি টুইট করা হয়। প্রথম টুইটে বলা হয়েছে, দু’সপ্তাহ আগে আইসিএমআর-নাইসেড থেকে যে-সব কিট দেওয়া হয়েছে, সেগুলি ব্যবহার করে বিপুল সংখ্যক নমুনার রিপোর্ট অসম্পূর্ণ এসেছে। এই প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা করে চূড়ান্ত রিপোর্ট পেতে দেরি হয়েছে।

আরও পড়ুন: করোনা চিকিৎসক-নার্সদের থাকতে হবে হাসপাতালেই,নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

Exit mobile version