Site icon The News Nest

দিলীপের উত্তরসূরি বাছতে সক্রিয় আরএসএস, বৈঠকে উঠে এল নয়া সম্ভাব্য নাম

dilip ghosh 768x432 1

বিজেপি রাজ্য সভাপতির পদে মেয়াদ ফুরিয়ে এসেছে দিলীপ ঘোষের। রাজ্য বিজেপির পরবর্তী প্রধান বেছে নিতে দিলীপের পছন্দসই নামের তালিকা আগেই জানতে চেয়েছিলেন জেপি নাড্ডা। এ বার সঙ্ঘের পক্ষ থেকে পরবর্তী রাজ্য সভাপতি বাছাইয়ের প্রক্রিয়া শুরু করা হল। সূত্রের খবর, নতুন রাজ্য সভাপতি বেছে নিতে বাংলার নানা প্রান্তে থাকা কর্মরত প্রচারকদের ডেকে বৈঠক করেন সঙ্ঘের শীর্ষ নেতৃত্ব।

আরএসএস-র উচ্চপদস্থ নেতা ভি ভাগাইয়া গত ১৬ এবং ১৭ অগস্ট কলকাতার কেশব ভবনে এক বৈঠক করেন। নানা বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্য বিজেপির ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়েও ভাগাইয়ার সঙ্গে প্রচারকদের মত বিনিময় হয়েছে বলে খবর। সূত্র জানাচ্ছে, সঙ্ঘের আলোচনায় পরবর্তী রাজ্য সভানেত্রী হিসেবে দেবশ্রী চৌধুরীর নাম বেশ গুরুত্ব পেয়েছে। তবে কথা হয়েছে দেবশ্রীর বিকল্প নাম নিয়েও। ইংলিশবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর নামও ওই আলোচনায় উঠে এসেছে বলে খবর। স্বচ্ছ ভাবমূর্তির মধ্যবিত্ত মুখ হিসেবে কেউ কেউ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নামও বলেছেন বলে জানা যাচ্ছে।

যদিও বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা সঙ্ঘের বৈঠকে ঠিক হবে না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এই ধরনের শীর্ষ পদে কারও নাম চূড়ান্ত করার আগে সঙ্ঘের মতামতকেও যথেষ্ট গুরুত্ব দেয় বিজেপি। তাই প্রচারকদের সঙ্গে ভি ভাগাইয়ার বৈঠকে যাঁদের নাম চর্চায় এসেছে, তাঁদের গুরুত্ব আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক শিবিরের একটি বড় অংশ।

আরও পড়ুন: প্যারিস ছেড়ে আচমকাই সপরিবারে বার্সেলোনায় Lionel Messi !

এর আগে পরবর্তী রাজ্য সভাপতি বেছে নেওয়ার বিষয়ে দিলীপ ঘোষের মতামত জানতে চেয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই আলোচনায় অন্য কয়েকটি নামের পাশাপাশি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নামও উঠে এসেছিল বলে বিজেপি সূত্রে জানা যায়। এ বার সঙ্ঘের অভ্যন্তরীণ আলোচনায় শ্রীরূপা মিত্র চৌধুরীর নাম উঠে আসায় নতুন মাত্রা পেল দিলীপের উত্তরসূরি বাছার প্রক্রিয়া।

Exit mobile version