Site icon The News Nest

কসবা ভুয়ো টিকা কাণ্ড নিয়ে সরব দিলীপ, পালটা ‘ভেজাল বিজেপি’ খোঁচা কুণালের

WhatsApp Image 2021 06 25 at 3.59.36 PM

কসবার ভুয়ো টিকা কাণ্ড (Kasba Fake Vaccine Case) নিয়ে তোলপাড়। এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। শুরু হয়েছে শাসক-বিরোধী উভয় পক্ষের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি। দিলীপ ঘোষের ‘ভ্যাকসিন সিন্ডিকেট’ খোঁচার পালটা জবাব দিলেন এবার কুণাল ঘোষ।

আরও পড়ুন : নারদ মামলায় মমতা-মলয়কে ফের হলফনামা পেশের সুযোগ দিল সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় কসবার ভুয়ো টিকা কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারপর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও একই ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। এবার অবশ্য আক্রমণের মাধ্যম সোশ্যাল মিডিয়া। এদিন দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এতদিন অন্যান্য বিষয়ে সিন্ডিকেট চলত, এখন ভ্যাকসিনের বিষয়ে সিন্ডিকেট চলছে। এখানে এসএসসি, টেট, সিভিক পুলিশের চাকরির জন্য পয়সা নেওয়া হয়। ভ্যাকসিন পড়ে থাকছে, দেওয়া হচ্ছে না। উদ্দেশ্য ক্রাইসিস তৈরি করা। হাতবদল হয়ে চড়া দামে ভ্যাকসিন বিক্রি করা হচ্ছে।” ভুয়ো টিকা কাণ্ডে তৃণমূল নেতাদের যোগসাজশ রয়েছে বলেও আক্রমণ করে বসেন বিজেপি রাজ্য সভাপতি।

এদিন টুইটে তারই পালটা জবাব দেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে তিনি টুইটে লেখেন, “কসবা কাণ্ড কুৎসিত অপরাধ। বিচিত্র প্রতারক। তদন্ত চলছে। কিন্তু ভোটের আগে যোগদান মেলার যে কর্তারা ‘ভেজাল বিজেপি’ ধরতে পারেননি, তাঁরা ভেজাল টিকা ধরা নিয়ে জ্ঞান না দেওয়াই ভাল। পুলিশ যা করার করছে।”

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তুঙ্গে রাজনৈতিক তরজা। একদিকে এই ঘটনায় অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব দিলীপ ঘোষ। অন্যদিকে জালিয়াতির CBI তদন্তের দাবি জানালেন সায়ন্তন বসু।

আরও পড়ুন : একসঙ্গে ১০ সন্তান জন্মদানের খবরটি সত্য নয়, জেনে নিন আসল কাহিনী

Exit mobile version