Site icon The News Nest

KMC Election 2021:পানীয় জল থেকে সৌন্দর্যায়ন, ইস্তেহারে দশ দিগন্তে জোর তৃণমূলের

TMC Manifesto

শনিবার কলকাতার মহারাষ্ট্র ভবন থেকে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা। বিধানসভা নির্বাচন ও উপ নির্বাচনে জয়ের পর কলকাতার পুরভোট নিয়ে শাসকদল যে বেশ আত্মবিশ্বাসী, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবুও গত কয়েক বছরে শহর কলকাতা জুড়ে যে সমস্ত সমস্যা চোখে পড়েছে সেগুলো যাতে কাঁটা না হয়ে দাঁড়ায়, তার জন্য ইস্তেহারে রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি।

লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছিল তৃণমূল কংগ্রেস৷ একই ভাবে কলকাতা পুরসভা নির্বাচনের জন্য নির্দিষ্ট দশ প্রতিশ্রুতি দিয়েই ভোটের লড়াইয়ে নামছে শাসক দল (TMC Manifesto for KMC Elections 2021)৷ যার নাম দেওয়া হয়েছে কলকাতার দশ দিগন্ত৷ এ দিন হাজরায় মহারাষ্ট্র নিবাস হলে আনুষ্ঠানিক ভাবে এই ইস্তেহার প্রকাশ করা হল৷

তৃণমূল (TMC) অবশ্য একে নির্বাচনী ইস্তেহার বলতে নারাজ৷ বরং কলকাতার উন্নয়নে যে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলিকে আগামী দিনে শহরের উন্নয়নের রূপরেখা বলেই দাবি করা হচ্ছে৷

কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে?

এ ছাড়াও শহরের মহিলাদের জন্য নিরাপত্তা, শহরের রাস্তায় সবুজায়ন, কলকাতার সংস্কৃতি ও পর্যটনে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। গৃহহীনদের জন্য যে আশ্রয়স্থল কলকাতায় রয়েছে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানানো হয় এ দিন।

 

Exit mobile version