Site icon The News Nest

‘শুভেন্দু ভাইরাস’ বিদায়ে আপ্লুত মদন মিত্র, হুড খোলা জিপে জামা খুলে ভোজপুরি ডিজে-নাচে সেলিব্রেশন

madan mitra new

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করায় উৎসবে মাতলেন তৃণমূলকর্মীরা। শনিবার সন্ধ্যায় প্রাক্তন বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে কামারহাটিতে হয় এই উজ্জাপন। সেখানে মদন মিত্র সাংবাদিকদের বলেন, ‘দল থেকে ভাইরাস বিদায় হয়েছে’।

ডিজে বাজিয়ে তাসা পার্টি নিয়ে চলল ব্যাপক নাচ-গান ৷ শুধু তাই নয়, তৃণমূলের শুদ্ধতার আনন্দে জগন্নাথ পুজোর ব্যবস্থাও করেছিলেন মদন মিত্র ৷ যজ্ঞও করেন। কামারহাটির এই জনপ্রিয় নেতার সেলিব্রেশনে যোগ দিয়েছিলেন তাঁর অনুগামীরাও ৷ গান-নাচের সঙ্গে টেম্পোয় চেপে ছোটখাটো র‍্যালি বার করেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের আদরের মদনদা ৷ একসময় লর্ডসের ব্যালকনিতে ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আদলে জ্যাকেট খুলে হাওয়ায় ঘুরিয়ে নাচতেও দেখা যায় তাঁকে৷

আরও পড়ুন: IPS- ইস্যুতে মমতার পাশে পাওয়ার, বিজেপি বিরোধী লড়াই জোরদার করার বার্তা NCP সুপ্রিমোর

ডিজে- তাসা বাজানোর সঙ্গে র‍্যালি থেকে উঠতে থাকে লাগাতার স্লোগান-‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ৷ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ৷’ কখনও আবার স্লোগান দিতে দেখা যায় খোদ মদন মিত্রকে, ‘আয় মুকুল দেখে যা, আয় শুভেন্দু দেখে যা তৃণমূলের ক্ষমতা৷ সারা বাংলায় আওয়াজ তোলো মমতা-মমতা-মমতা ৷ বেইমানদের খতম করো ৷’ শুভেন্দুর প্রসঙ্গে মদন মিত্র বলেন,’২০১৪ থেকে বেইমানি করে আসছে, আজ তা স্বীকার করল। ছুরি মেরেছে দলকে।’

শুধু তাই নয় তিনি আরও স্লোগান তুললেন, “বিজেপি থাকবে কতক্ষণ, বিজেপি যাবে বিসর্জন।”তার এই সেলিব্রেশনে ফের মনোবল চাঙ্গা হল তৃণমূল কর্মীদের। নেতা নয়, কর্মীরাই দলের সম্পদ, এই সেলিব্রেশনের মাধ্যমে ফের বুঝিয়ে দিলেন তিনি।সংবাদ সংস্থা এএনআই-এর কাছে মদন বলেন, তিনি (শুভেন্দু) কেন ১০ বছর চুপ করে বসেছিলেন। এখন বলছেন উন্নয়ন হয়নি, ১০ বছর তিনি নিজে কী করছিলেন?

আরও পড়ুন: ‘তোমায় হৃদমাঝারে রাখব…’ একতারার সুরে বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ শাহের, সপ্তপদে সাজল পাত

 

 

Exit mobile version