Site icon The News Nest

TMC Manifesto 2021: বছরে সাধারণ পরিবারকে ৬ হাজার, ওবিসি-তপসিলিদের ১২ হাজার টাকা ভাতা

TMC Manifesto for 2021 Assembly Election 768x432 1

গত রবিবার প্রকাশ পাওয়ার কথা ছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ায় পিছিয়ে গিয়েছিল সেই কর্মসূচি। বুধবার কালীঘাটের বাড়ি থেকেই একুশের বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা, হিন্দি, ইংরাজি , অলচিকি ও নেপালি এই পাঁচ ভাষায় ইস্তাহার প্রকাশ করে তৃণমূল।

‘রাজনৈতিক ইস্তাহার নয়, উন্নয়নের ইস্তাহার’ – সেই স্লোগানেই রাজ্যের মানুষের জন্য ‘১০ অঙ্গীকার’ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, আগের দু’বার যে ইস্তাহার প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস, তার ১১০ শতাংশ পূরণ হয়েছে। আগের দু’দফার কাজের খতিয়ান তুলে ধরে মমতা জানান, ২০১১ সালে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল, তখন রাজ্যের আয় ছিল ২৫,০০০ কোটি টাকা। এখন তা বেড়ে ৭৫,০০০ কোটি টাকা হয়েছে। বাংলার মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে বলেও দাবি করেন।  সেইসব দাবির মধ্যে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় ফিরলে কী কী কাজ করবেন, তাও জানিয়েছেন মমতা। একনজরে দেখে নিন সেগুলি –

বছরে ৪ বার দুয়ারে সরকারের আয়োজন করা হবে।

দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। দেড় কোটি পরিবারে পৌঁছে যাবে রেশন।

লক্ষ লক্ষ বিধবা, প্রতিবন্ধীদের মে মাস থেকে ১৮ বছর থেকে কেউ বিধবা হলেই যে সম্প্রদায়ের হোক না কেন মাসিক ১ হাজার টাকা করে বিধবা ভাতা।

৩৫ লক্ষ মানুষকে দারিদ্রসীমার উপরে আনা হবে।

প্রতি পরিবার বছরে পাবে ৬ হাজার টাকার ভাতা। ওবিসি ও তপসিলিদের পরিবারে বছরে ১২ হাজার টাকার ভাতা। প্রত্যেক পরিবারের ন্যূনতম আয় নিশ্চিত করতে এই পদক্ষেপ।

আরও পড়ুন: ভরসা রাখুন আমার উপর, হুইল চেয়ারে বসে ভাঙা পায়েই খেলা হবে, বার্তা তৃণমূলনেত্রীর

কৃষকবন্ধু প্রকল্পে ৬০০০ টাকার সাহায্য বাড়িয়ে ১০,০০০ টাকা করার প্রতিশ্রুতি।

মতুয়া দলপতিদের জন্য পেনশনের ব্যবস্থা।

ছাত্র-যুবদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড। মাত্র ৪ শতাংশ সুদে মিলবে এই ক্রেডিট কার্ড।

১০ লক্ষ নতুন এমএসএমই।

পাহাড়ে জন্য তৈরি হবে বিশেষ উন্নয়ন বোর্ড।

ট্যাব দেওয়া যেভাবে হয় সেটা চলবে, মেয়েদের জন্য আরো বেশি করে স্কুল করা হবে।

বাংলা আবাস যোজনায় তৈরি হবে আরও ২৫ লক্ষ বাড়ি।

আরও পড়ুন: WB election 2021: বিজেপি নেতাকে লক্ষ্য করে ইট-পাটকেল, হেস্টিংসে লাঠিচার্জ পুলিশের, গ্রেফতার ৮

Exit mobile version