Site icon The News Nest

Weather Update: কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ, হাওড়া-হুগলি সহ একাধিক জেলায় বাড়বে বৃষ্টি

rain 4

ক্রমশ কালো মেঘে ঢাকছে বাংলার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই মুখভার আকাশে ঝরে পড়ছে বারিধারা। আজ থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানান হয়েছে৷

ক্রমশ কালো মেঘে ঢাকছে বাংলার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই মুখভার আকাশে ঝরে পড়ছে বারিধারা। আজ থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানান হয়েছে৷

আরও পড়ুন: ‘মোদির বিরুদ্ধে লড়াই জারি রাখতে চাই’, জানালেন TMC’র রাজ্যসভার প্রার্থী Jawhar Sircar

সেই পূর্বাভাস মতোই বুধবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। মাঝেমধ্যে কিছুটা থামলেও সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর আবারও জোরে বৃষ্টি নামছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৬৬.৫ মিলিমিটার। বেশিরভাগটাই বুধবার রাত থেকে শুরু হয়েছে। তার জেরে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। জলমগ্ন হয়েছে শহরের নীচু এলাকাগুলি। একই অবস্থার জেলারও। সেখানেও বৃষ্টির জেরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। সকালে খড়্গপুর স্টেশনের ঢোকার মুখে ধসও নামে।

কিন্তু এরকম প্রবল বৃষ্টির কারণ কী? আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের খুলনার কাছে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছিল। বৃহস্পতিবার সেটি বাংলার উপর দিয়ে যাচ্ছে। তার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি বিহারের দিকে যাওয়ায় শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জহর সরকার, শক্তি কম, প্রার্থী দিচ্ছে না BJP, জানালেন Suvendu

 

Exit mobile version