Site icon The News Nest

প্যানিক অ্যাটাক, ফের হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী

meera

বুদ্ধদেব ভট্টাচার্যের পর এবার হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য। সূত্রের খবর, প্যানিক অ্যাটাকের কারণেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হন। তিনি গতকালই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন।

দীর্ঘদিন ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। সম্প্রতি তাঁর শরীরে করোনার একাধিক উপসর্গ দেখা দেয়। স্ত্রী মীরা ভট্টাচার্যেরও উপসর্গ ছিল। সেই কারণেই ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান তাঁরা। দু’জনেরই রিপোর্ট আসে পজিটিভ। বুদ্ধদেববাবুর অবস্থা স্থিতিশীল। তবে মীরাদেবী অক্সিজেন স্যাচুরেশন ৮০-৮৫ মধ্যে ঘোরাফেরা করছিল। মে মাসের গত ২১ তারিখ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসা হয় তাঁর। করোনামুক্ত হয়ে সোমবারই বাড়ি ফিরেছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁকে আইসোলেশনে থাকতে হবে।

আরও পড়ুন: হাইকোর্টে সিবিআইয়ের শুনানি মুলতুবির আর্জি খারিজ, ৭ বছর তদন্ত করে কেন চার্জশিটের পর গ্রেফতার? প্রশ্ন বিচারপতির

আজ সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আচমকা শারীরিক অবস্থার অবনতি। সূত্রের খবর, গতকাল রাত থেকে অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে অক্সিজেন স্যাচুরেশন ৮০-৮২ হয়ে যায়।  বেড়ে যায় শ্বাসকষ্ট। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আর বাড়িতে না রেখে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিত্‍সকরা। ডাকা হয় অ্যাম্বুল্যান্স। তাঁকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে। ৩১৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি।

এর পর থেকে ফ্ল্যাটে একাই ছিলেন মীরাদেবী। সূত্রের খবর, এর আগে তিনি কোনওদিন একা থাকেননি। তাই আতঙ্কিত হয়ে পড়ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, প্যানিক অ্যাটাক হয়েছিল তাঁর। তাই আর চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি।

আরও পড়ুন: পাণ্ডুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, প্রকৃতিকে ‘গেস’ করা গেলেও ‘ফেস’ করা কঠিন, বললেন মমতা

 

 

Exit mobile version