Site icon The News Nest

আজ থেকে শুরু হচ্ছে লা লিগা,জেনে নিন কবে মাঠ মাতাবেন মেসি

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাত দেড়টায় রিয়াল বেতিস-সেভিয়া ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে লা লিগা। সব ম্যাচই হবে দর্শকশুন্য স্টেডিয়ামে এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে। তবে ভার্চুয়াল স্ট্যান্ডের মাধ্যমে লাইভ খেলা দেখতে পারবেন দর্শকরা। বার্সেলোনা ও মেসির প্রথম ম্যাচ খেলা হবে আগামী শনিবার (ভারতীয় সময় রাত ১.৩০-এ)। মায়োরকারের বিরুদ্ধে খেলবেন মেসি অ্যান্ড কোম্পানি। প্রসঙ্গত, ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সা।

আরও পড়ুন : কবে শুরু IPL? সম্ভাব্য দিনক্ষণ জানালেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল

করোনাভাইরাসের কারণে, ১২ মার্চের পর লা লিগা স্থগিত রাখা হয়েছিল। এপ্রিলেও চলতি মরশুমের বাকি ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে পরিস্থিতি উন্নত হওয়ায় আগামী পাঁচ সপ্তাহে লিগের বাকি ১১টি রাউন্ডের খেলা হবে।

বার্সেলোনায় অন্দরমহলে অশান্তির আবহেই বৃহস্পতিবার শুরু হচ্ছে লা লিগা। প্রথম দিন মুখোমুখি হচ্ছে সেভিয়া ও রিয়াল বেতিস। সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে। মেসিরা প্রথম ম্যাচ খেলতে নামবেন মায়োরকার বিরুদ্ধে শনিবার (ভারতীয় সময় রাত দেড়টায় খেলা শুরু)। পাশাপাশি রবিবার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এইবারের (ভারতীয় সময় রাত ১১টায় ম্যাচ শুরু হবে)।


লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। পেয়েছে ৫৬ পয়েন্ট। রবিবার ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। ভারতীয় সময় রাত ১১টায় এইবারের বিরুদ্ধে নামবে তারা।

আরও পড়ুন : করোনার জের: আশঙ্কাই সত্যি, বাতিল ভারতের শ্রীলঙ্কা সফর

Exit mobile version