Site icon The News Nest

Mehendi: ঈদে মেহেন্দি লাগাবেন? জানুন কোন টোটকা মানলে রং গাঢ় হবেই

Mehendi Designs

আর মাত্রও কিছুক্ষণ। পবিত্র রমজান মাসের পর শুরু হয় শাওয়াল মাস। এই মাসেরই প্রথম দিনে পালিত হয় ইদ। রোজার সমাপ্তি ঘোষণা করে ইদ-উল-ফিতর। আগে থেকেই বাড়িতে বাড়িতে তৈরি হতে শুরু হয় রকমারি মিষ্টি। ইদের দিনে বিরিয়ানি, কোর্মা, নল্লি নিহারী তো রয়েছেই। নতুন জামাকাপড় পরার আনন্দে রাতে ঘুম আসে না বাচ্চাদের। আবার মেহেন্দির গন্ধ নাকে আসতেই মন মেতে ওঠে ইদের আনন্দে। মেহেন্দির গাঢ় রঙ ছাড়া ইদের আনন্দ অনেকের কাছেই ফিকে থেকে যায়।

ঘটা করে মেহেন্দি পরার পর যদি গাঢ় লালচে রং না আসে, তা হলে মনটা খারাপ হয়ে যায়। ফ্যাকাশে মেহেন্দির রং যে দেখতে ভাল লাগে না, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। মেহেন্দিতে গাঢ়, সুন্দর রং ধরবে কী ভাবে? জেনে নিন কিছু সহজ উপায়।

১) জলে চিনি গুলে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিন। মেহেন্দি শুকিয়ে গেলে এই মিশ্রণে তুলো ডুবিয়ে সারা হাতে বুলিয়ে নিন।

২) ভিক্স বা অন্য কোনও বামও লাগিয়ে নিতে পারেন। দারুণ রং ধরবে।

আরও পড়ুন: Skincare: শীতের মরশুমে বেসন ব্যবহার করছেন? মাথায় মাথায় রাখুন এই বিশেষ টিপস

৩) একটি কড়াইয়ে লবঙ্গ গরম করে সেই তাপে মেহেন্দি করা হাত সেঁকে নিন। এই টোটকা মানলেও মেহেন্দির রং গাঢ় হবে।

৪) সর্ষের তেল মালিশ করে নিতে পারেন। আলতার রং গাঢ় করতে এই পদ্ধতি প্রয়োগ করতেন আমাদের মা-ঠাকুরমারা। মেহেন্দি তুলে নেওয়ার পর হাতে সর্ষের তেল ঘষে নিয়ে গরম সেঁক দিলেও মেহেন্দির রং গাঢ় হয়।

৫) মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর অনেক ক্ষণ হাতে জল দেবেন না। যত বেশি ক্ষণ জল না দিয়ে রাখতে পারবেন, রং ততই গাঢ় হবে।

আরও পড়ুন: Sunscreen Benefits: এই গরমে বাড়িতেও মাখুন সানস্ক্রিন, জানুন উপকারিতা

 

Exit mobile version