Site icon The News Nest

ফ্যাশনের নয়া ট্রেন্ড, পুজোয় বানাতে পারেন এই দুই ডিজাইনের ব্লাউজে

Puff Sleeves Blouses

শাড়ি যেমন হোক, সঠিক ব্লাউজের গুণেই ফুটে উঠবে তার সৌন্দর্য। আর এই কারণেই ব্লাউজের ডিজাইনে এসেছে রকমারীত্ব। পুজোর জন্য ব্লাউজ বানাতে দেওয়ার আগে একটু ঘেঁটে নিন। এই দুই ডিজাইন বানাতে পারেন।

১. জারদৌসি কাজের ব্লাউজ যে কোনও ধরনের সিল্কের শাড়ির সঙ্গে বেশ মানাবে। আর বেনারসি শাড়ি জন্য হলে কথাই নেই। এর সঙ্গেও ভারী নকশা করা জারদৌসি কাজের ব্লাউজ পরতে পারেন। আর যদি আপনি ভারী কাজের ব্লাউজ পছন্দ না করেন তাহলে এমব্রয়েডারি বা জরির কাজ করা জারদৌসি ব্লাউজও পরতে পারেন। এধরনের ব্লাউজের হাতে স্টোনের কাজ থাকে। আর লেন্থ হয় কোনুই পর্যন্ত।

আরও পড়ুন: জাহ্নবীর স্নো হোয়াইট বিকিনি সেট কিনতে পারবেন আপনিও! জেনে নিন দাম

২. এবছর ফ্যাশন ট্রেন্ডে বেলুন হাতা ব্লাউজ ডিজাইন বেশ চলছে। ট্রাডিশানাল লুকের সাথে সাথে বোল্ড লুকে নিজেকে যারা সাজাতে পছন্দ করেন তারা এই ডিজাইন ট্রাই করতে পারেন অবশ্যই। সিল্ক, সিফন এধরনের শাড়ির সঙ্গে বেলুন হাতা ব্লাউজ বেশ মানাবে।

আরও পড়ুন: বিয়ের দিন ফুলের তৈরি মাস্কেই ঢাকুন মুখ, কোথায় পাবেন?

Exit mobile version