Site icon The News Nest

Snoring: নাক ডাকার সমস্যায় ভুগছেন? বিলম্ব না করে মেনে চলুন এই ৬ টোটকা

Snoring

অনেকেই ঘুমনোর সময় নাক ডাকেন। তবে সমস্যা বেশি হয় যখন আপনার নাক ডাকার শব্দে আপনার পাশে শুয়ে থাকা মানুষটির ঘুম আসতে চায় না। এর ফলে ঝগড়া-অশান্তিও হয় মাঝেমাঝে। কী আর করা যাবে! ঘুমের ব্যাঘাত আর কতজনই বা মেনে নিতে পারে! তবে বেশ কিছু কারণে মানুষ নাক ডাকে। নাকে কোনও ধরনের ব্লক থাকলে, নাকের হাড়ের কোনও সমস্যা থাকলে, অতিরিক্ত ওজন বেড়ে গেলে, ঠান্ডা লাগলে ইত্যাদি। আবার নেশাজাতীয় দ্রব্য সেবন কিংবা শোওয়ার ধরনের জন্যও আপনি নাক ডাকতে পারেন। দেখে নিন কী করবেন–

আরও পড়ুন:

আরও পড়ুন:

Exit mobile version