Site icon The News Nest

খাবার না কমিয়ে যেভাবে ওজন কমাবেন, দেখে নিন এক পলক

food

ওজন কমানোর জন্য অনেকে বিভিন্ন ধরনের খাবার প্রতিদিনকার খাদ্যতালিকা থেকে বাদ দেন। তবে খাদ্যতালিকা থেকে খাবার বাদ না দিয়ে ওজন কমানো যায়। জেনে নিন এর কিছু সহজ উপায় ।ওজন কমানোর জন্য সবার আগে আমারা মাথায় খাওয়া কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। আবার কেউ কেউ মনে করেন মশলাদার খাবার ও মিষ্টি খাওয়া যাবে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই ভাবে কম খেয়ে আর পছন্দের খাবার বাদ দিয়ে লাভ নেই। বরং শরীরকে ঠেলে দেওয়া হয় অপুষ্টির দিকে।

আসলে কার ওজন কীভাবে কম হবে, সেটা নির্ভর করে ব্যক্তিবিশেষের শারীরিক গড়নের উপরে। সেই সঙ্গে এক্ষেত্রে দেখা হয় সংশ্লিষ্ট ব্যক্তির এনার্জি লেভেল, ঘুমের ধরন, মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্রের অন্তর, হরমোনের ক্ষরণ, বিশেষ কোনো বস্তুর প্রতি আসক্তির মতো অনেক কিছু। সকালে ঘুম থেকে ওঠার পর যতটা সম্ভব জল খাওয়া উচিত। এই জল খাওয়ার ব্যাপারটা সারাদিন ধরেই চালিয়ে যেতে হবে, অন্তত পক্ষে ৪ লিটার পানি দিনে খেতেই হবে।

আরও পড়ুন: Video: ১০০ কেজির লেহেঙ্গায় বিয়ের পিঁড়িতে পাকিস্তানের কনে! ভাইরাল হল নিমেষে

আরও পড়ুন: গ্রিন ব্লাউজ ও থাই-স্লিট স্কার্টে হট সোনাক্ষী! এরকম সাজতে আপনার কত খরচ হবে জানুন…

Exit mobile version