Site icon The News Nest

গায়ের রঙ দেখে জীবনসঙ্গী বাছাই! বিতর্কের মুখে পড়ে ‘স্কিন কালার’ অপশন সরাল Shaadi.com

The News Nest: এতদিন পর্যন্ত স্কিন কালার ফিল্টারটি বেশ গর্বের সঙ্গেই শোভা পেত Shadi.com-এ। তবে তুমুল সমালোচনার মুখে পড়ে শেষমেশ ফিল্টারটি সরিয়ে দিল এই ম্যাট্রিমনিয়াল সাইট।

আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই বর্ণবৈষম্য নিয়ে উত্তাল হয়েছে গোটা বিশ্ব। তারই মধ্যে রোষের মুখে পড়ে Shaadi.com-এর স্কিন কালার ফিল্টারটিও। পাত্র কিংবা পাত্রীর খোঁজে গায়ের রংকে অন্যভাবে গুরুত্ব দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি মার্কিন মুলুকের বাসিন্দা হেতাল লাখানি। এই অপশনটি সরানোর দাবিতে অনলাইনে আবেদন জানান তিনি। আবেদনে লেখেন, “এশিয়ার দক্ষিণের দেশগুলিতে এখনও গায়ের রংয়ের প্রতি আলাদা দূর্বলতা আছে। ওই জন্যই Shaadi.com-এও গায়ের রং যাচাই করার ফিল্টার দেওয়া রয়েছে। অর্থাৎ গায়ের রং বিচার করে পাত্র-পাত্রী খোঁজার ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা চাই এই ওয়েবসাইটটি চিরকালের মতো ফিল্টারটি সরিয়ে ফেলুক। যাতে গায়ের রং দেখে নয় মন কিংবা ব্যবহার দেখে মানুষ পরস্পরকে চিনে নিতে পারে।”

এই আবেদনে মেলে বিপুল সাড়া। বিতর্ক প্রবল হতেই মাথা নত করতে হয় বিয়ের পাত্র-পাত্রী খোঁজ দেওয়ার এই জনপ্রিয় ওয়েবসাইটটিকে।

আরও পড়ুন: খাদের ধারে ডিগবাজি! হার্টের সমস্যা থাকলে ভিডিও দেখবেন না…

ভারতে বর্ণবৈষম্য আজকের বিষয় নয়। বহু বছর ধরে, বহু ফেয়ারনেস ক্রিমের সমালোচনা এই দেশে চলেছে, তবু তা বহমান। গত মাসে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভের সূত্রপাত হওয়ায় বিষয়টি আবারও আলোচনার আলোকে আসে। ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে বলিউড অভিনেত্রীদেরও। এবার Shaadi.com-কে মানুষ মনে করিয়ে দিল, গায়ের রং দিয়ে কারও যোগ্যতা বিচার করা যায় না। তার শিক্ষা-আচরণ-স্বভাবই আসল পরিচয়। ওয়েবসাইট থেকে ফিল্টারটি সরানোর এই উদ্যোগ প্রশংসা কোড়াচ্ছে নেটদুনিয়ার।

আরও পড়ুন: সন্তান ধারণের জন্য যৌন মিলনের প্রয়োজন, জানতেনই না দম্পতি! অদ্ভুত অভিজ্ঞতা নার্সের

Exit mobile version