Site icon The News Nest

অন্তর্বাস পরিষ্কার করারও অনেক নিয়ম আছে, জেনে নিন এই টিপস গুলি…

Underwear on the clothes line

অন্তর্বাস (Lingerie) নিয়মিত পরিষ্কার করা ভীষণ ভাবে প্রয়োজনীয়। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর্বাস না পরলে হতে পারে কঠিন থেকে কঠিনতর রোগ। আর সে কথা মাথায় রেখে প্রতিদিন পরিষ্কার করার দরকার অন্তর্বাসগুলি।

তবে কি পদ্ধতিতে তা পরিষ্কার করতে হবে তার সম্বন্ধে আমাদের সবার ধারণাটা খুব একটা স্পষ্ট নয়! আসুন জেনে নিই সেই পদ্ধতি গুলি।

জলের তাপমাত্রা – সবার আগে মনে রাখতে হবে অন্তর্বাস পরিষ্কার করার ক্ষেত্রে জলের তাপমাত্রা কি হওয়া উচিত। অনেকেই হয়তো ভাবেন হালকা গরম জলে অন্তর্বাস পরিষ্কার করলে তারা বেশি ভালোভাবে পরিষ্কার হয় আসলে এই ধারণাটি কিন্তু ভুল। অন্তর্বাসে গরম জল ব্যবহার করলে তার ইলাস্টিক নষ্ট হয়ে যেতে পারে এবং কাপড়ের মানও নষ্ট হয়ে যেতে পারে।তাই মনে রাখতে হবে সব সময় ঠান্ডা জলে পরিষ্কার করতে হবে অন্তর্বাস গুলি।

উলের ডিটারজেন্টর ব্যবহার না করা – উলের ডিটারজেন্ট যেহেতু কাপড়ের রোঁয়া গুলিকে নরম রাখে তা থেকে ধারণা হতে পারে যে অন্তর্বাস পরিষ্কার এর ক্ষেত্রেও এদের ব্যবহার করলে অন্তর্বাস থাকবে পরিষ্কার এবং নরম। কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা ভুল। উলের ডিটারজেন্ট ব্যবহারের ফলে অন্তর্বাসের বিশেষত ব্রা ও প্যান্টির ইলাস্টিক নষ্ট হয়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে এই ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো।

আরও পড়ুন: শীঘ্রপতন, লিঙ্গ শিথিলতার সমস্যায় ভুগছেন? এই পানীয় কাজ করবে ম্যাজিকের মত!

ধোয়ার আগে থেকে ভিজিয়ে রাখতে হবে – অন্তর্বাস পরিষ্কারের বেশ কিছুক্ষণ আগে থেকে তাকে সাবান দিয়ে ভিজিয়ে রাখতে হবে।যতই ময়লা থাকুক না কেন, এতে অন্তর্বাস ভালোভাবে পরিষ্কার হবে এবং এর পাশাপাশি হবে টেকসই।

ব্রায়ের হুক খোলা রেখে সেটাকে পরিষ্কার করুন – হুক লাগানো অবস্থায় কখনোই ব্রা পরিষ্কার করা যাবে না, এতে ইলাস্টিক এর ক্ষতি হতে পারে এবং হুক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও এর সাথে অন্য জামা কাপড় থাকলে সেটাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সে ক্ষেত্রে এ কাজটি না করাই ভালো।

রোদে মেলা যাবে না – অন্তর্বাসের তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবার পিছনে অন্যতম কারণ হচ্ছে তাকে চড়া রোদ্দুরে শুকতে দেওয়া। তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য আমরা বেশিরভাগ সময়ই চড়া রোদে অন্তর্বাস গুলোকে শুকোতে দিই। যার ফলে এর ইলাস্টিক দ্রুত বেড়ে যায় এবং এগুলো টেকসই হয় না। তাই এবার থেকে অন্তর্বাস পরিষ্কার করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে যত তাড়াই থাকুক কোনোভাবেই এগুলোকে রোদে মেলা চলবে না।

উপরের টিপসগুলো মেনে চললে আপনার রোজকার পরনের অন্তর্বাস থাকবে পরিষ্কার, সুন্দর ও টেকসই। আমাদের এই লাইফ স্টাইল এর টিপস আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না।

আরও পড়ুন: ওরাল সেক্সে বাড়তি মজা পান? অজান্তেই ডেকে আনছেন এই ভয়ঙ্কর অসুখগুলি

Exit mobile version