Site icon The News Nest

সব জ্বরই করোনা নয়, রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

image

কলকাতা: করোনা আতঙ্কে কাঁপছে কলকাতা। এমন পরিস্থিতিতে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সব জ্বর মানেই করোনা নয়, সব হাঁচি-কাশি মানেই করোনা নয়, আতঙ্কের কোনও কারণ নেই। আমাদের রাজ্যে কারও শরীরে করোনার জীবাণু মেলেনি’, নবান্নে করোনা ভাইরাস মোকাবিলায় বৈঠক শেষে একথাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে সরকার। খোলা হল হেল্পলাইন নম্বর।

এদিন আগাগোড়া অভিভাবকের মতো আচরণ ছিল মুখ্যমন্ত্রীর। সবার অভিভাবক হয়ে করোনার ভীতি কাটাতে তৎপরতা নিলেন রাজ্যের মুখ্য প্রশাসক। করোনা ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কের কারণ নেই বলে জানানোর পাশাপাশি রাজ্যবাসীকে সতর্কতামূলক ব্যবস্থা নিতেও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।একইসঙ্গে কীভাবে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন, কীভাবে নখ পরিষ্কার রাখবেন, কীভাবে হাত ধোবেন, এদিন সাংবাদিক বৈঠকে তা ‘হাতেকলমে’ দেখিয়েও দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: আতঙ্কিত হবে না, জেনে নিন করোনা ভাইরাস আর সাধারণ জ্বরের মধ্যে পার্থক্য

নবান্নে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৩ জনকে ভর্তি করা হয়েছিল। কিন্তু আমাদের এখানে কারও শরীরে করোনা ভাইরাস মেলেনি। আতঙ্কিত হবেন না। তবে সাবধানতা অবলম্বন করুন। আমরা জেলায় অ্যাডভাইসরি পাঠিয়েছে। জেলায় ক্যুইক রেসপন্স টিম গড়া হয়েছে’’।

এরপরই মমতা বলেন, রেলস্টেশন, বন্দরে চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। বিমানবন্দরেও স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে। আরজি কর, কলকাতা মেডিক্যাল, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল, সাগর দত্ত মেডিক্যাল, হাওড়া জেলা হাসপাতাল, আরামবাগ মহকুমা হাসপাতাল, কাকদ্বীপ মহকুমা হাসপাতাল, ডায়মন্ডহারবার হাসপাতাল-সহ বেশ কয়েকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড রাখা হয়েছে।

আরও পড়ুন: করোনার জের, শান্তিনিকেতনে বাতিল বসন্ত উৎসব

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এত ভয় পাওয়ার দরকার নেই। বারবার হাত ধোওয়া দরকার। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। জ্বর হলে ১৪দিন বিশ্রাম নিন। কারও কোনও সমস্যা হলে আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন নম্বরটি হল ০৩৩-২৩৪১২৬০০। এছাড়া কল সেন্টার থাকছে ১৮০০৩১৩৪৪৪২২২’’।

অন্যদিকে, এ সময় ওষুধ ও মাস্কের কালোবাজারি রুখতে পুলিশকে নজর রাখতে বলা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Exit mobile version