Site icon The News Nest

আর ছাড় নয়, ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্যেই লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

cm 2

কলকাতা: আজ বিকেল ৫টা থেকে রাজ্যজড়ে লকডাউনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ মার্চ পর্যন্ত বলবত্ থাকবে লকডাউন। করোনার মোকাবিলায় সাধারণ মানুষকে সরকারি নির্দেশিকা মেনে চলার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আবেদন, আপনাদের সুবিধার জন্য খোলা রয়েছে দোকান। অনেকে লাইন দিয়ে দাঁড়াচ্ছেন। হাত জোড় করে বলছি, ঘেঁষাঘেষি করে দাঁড়াবেন না । দূরত্ব বজায় রাখুন। কাউকে যেন স্পর্শ না করেন।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় ছাড় জিএসটিতে, টাকা তোলা যাবে যে কোনও এটিএম থেকে

লকডাউনের সময় বাড়লেও অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবায় বাধা নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকের পর পুলিশ কমিশনারকে নিয়ে কলকাতা শহর পরিদর্শনে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন থেকে বেরিয়ে প্রথমে আর জি কর হাসপাতাল, পরে কলকাতা মেডিক্যাল এবং NRS-এ সারপ্রাইজ ভিসিট করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন সেখানে উপস্থিত সুপার ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: লকডাউন না মানলে প্রয়োজনে কার্ফু জারি, রাজ্যকে কড়া নির্দেশ কেন্দ্রের

মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, ‘বাজারে গিয়ে ভিড় করবেন না। এতে সংক্রমণ ছড়াবে। দূরত্ব রেখে বাজারে কেনাকাটার পরামর্শ দেন তিনি। এছাড়াও অকারণে বাড়িতে জিনিস মজুতে নিষেধ করেছেন তিনি।’ লকডাউনের সময় নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Exit mobile version