Site icon The News Nest

ভর সন্ধ্যায় ফের ভূমিকম্প দিল্লি ও সংলগ্ন এলাকায়, আতঙ্কে রাস্তায় মানুষজন

The News Nest: শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ বড়সড় ভূমিকম্প হল দিল্লি, নয়ডা, গুরুগ্রাম ও সংলগ্ন এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল রাজস্থানের আলওয়ার।কম্পনের তীব্রতায় কাঁপতে থাকে বাড়িঘর। বিগত কয়েক মাস ধরে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে দিল্লি ও তার আশে পাশে। 

আরও পড়ুন : নেই করোনা আতঙ্ক, এটিএমে টাকা দিলেই বেরচ্ছে আস্ত ফুচকা!

রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। এটির কেন্দ্রস্থল ছিল গুরুগ্রামের দক্ষিণ-পশ্চিমে ৬৩ কিলোমিটার দূরে রাজস্থানের আলওয়ার। এই তথ্য জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ৭.০১-এ এই ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে।

ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার নিচে এই কম্পন হয় বলে জানা যায়। গুরুগ্রাম থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। 

ভূমিকম্প শুরু হতেই চাঞ্চল্য ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। কয়েক সেকেন্ড কম্পনেই অনেকেই আতঙ্কিত হয়ে যান। এর আগে জুন মাসের আট তারিখ ভূমিকম্প হয়েছিল দিল্লিতে যেটার তীব্রতা ছিল ২.১ রিখটার স্কেলে। উত্তর ভারতে ছোটো- মাঝারি মিলিয়ে গত দুই মাসে ১৭টি ভূমিকম্প হয়েছে।

আরও পড়ুন : মুছে যায় বিস্তারবাদীরা, এখন উন্নয়নের যুগ,লাদাখে দাঁড়িয়ে চিনকে বার্তা মোদীর

  

Exit mobile version