Site icon The News Nest

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বিয়ে করছেন এই শীর্ষ যুবনেতাকে

The News Nest: কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। পাত্র সিপিআই-এমের যুব শাখা গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (DYFI)-র জাতীয় সভাপতি মহম্মদ রিয়াজ।

পাত্র-পাত্রী দু-জনেই বিবাহবিচ্ছিন্ন। এটি তাঁদের দ্বিতীয় বিয়ে। বীণার আগের পক্ষের এক সন্তান রয়েছে। রিয়াজের আছে দুই সন্তান।বিজয়নের মেয়ে বীণা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেঙ্গালুরুতে তাঁর নিজস্ব সফটওয়্যার কোম্পানি রয়েছে।রিয়াজ পেশায় একজন আইনজীবী। ২০০৯-এর লোকসভা নির্বাচনে কোঝিকোড লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন রিয়াজ। কিন্তু, প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এমকে রাঘবনের কাছে হেরে যান।

আরও পড়ুন : মুম্বই ছাপিয়ে গেল উহানকে, করোনা সংক্রমণে দেশে মোট আক্রান্ত ২.৭৬ লক্ষ

সূত্রের খবর, ইতিমধ্যে তাঁদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। সোমবার, ১৫ জুন তিরুবনন্তপুরমে তাঁদের চারহাত এক হবে। তবে, ঘটা করে কোনও বিয়ের অনুষ্ঠান হচ্ছে না। কোভিডের প্রোটোকল মেনে পরিবারের ঘনিষ্ঠ কয়েক জনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

মহামারী মোকাবিলায় দেশের মধ্যে ‘কেরল মডেল’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যেভাবে ছোট ছোট স্তরে নিখুঁত পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কম সময়ের মধ্যে করোনা সংক্রমণ রুখেছে, তার প্রশংসা করেছে কেন্দ্রও। গোটা দেশের কাছে বিজয়নের ‘কেরল মডেল’ শিক্ষণীয় বলে মত চিকিৎসক মহলের একটা বড় অংশের। দেশের মধ্যে যে রাজ্যে প্রথম থাবা বসিয়েছিল করোনা ভাইরাস, সেই রাজ্যের পরিস্থিতি আজ অনেকটাই ভাল।

আরও পড়ুন : ভারতে সক্রিয় করোনা আক্রান্তকে টেক্কা দিল সুস্থ রোগীর সংখ্যা

Exit mobile version