Site icon The News Nest

Breaking: করোনা আক্রান্ত অমিত শাহ, ভর্তি করা হল হাসপাতালে

amit shah

করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বিকেলে একটি টুইটবার্তায় নিজেই সে কথা জানিয়েছেন।

এ দিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ টুইটারে অমিত শাহ লেখেন, ‘‘করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করিয়েছিলাম আমি। তার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি।  গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ যে নিজেদের আইসোলেট করে পরীক্ষা করিয়ে নিন আপনারা।’’

চিকিৎসকদের পরামর্শ মতো শাহকে আপাতত গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। দিল্লি এইমসের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়ার নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি দল ওই বেসরকারি হাসপাতালে যেতে পারেন। তাঁরা শাহের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করবেন।

আরও পড়ুন: ঘরে বসেই ভূমিপুজো দেখবেন আডবাণী-যোশী, করোনা আতঙ্ক, না অভিমান?

বছর ৫৫-র শাহের আরোগ্য কামনা করেছেন বিজেপি নেতা থেকে শুরু বিরোধী নেতানেত্রীরা। দ্বন্দ্ব ভুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।টুইটবার্তায় মমতা বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির করোনা পজিটিভ হওয়ার খবর শুনলাম। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তিনি এবং তাঁর পরিবারের সঙ্গে প্রার্থনা করছি।’

কেজরিওয়াল বলেন, ‘মাননীয় (কেন্দ্রীয়) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

এছাড়াও শাহের আরোগ্য কামনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল-সহ একাধিক সতীর্থ এবং বিরোধী নেতানেত্রীরা। আরোগ্য কামনা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। টুইটারে তিনি বলেন, ‘করোনা রিপোর্ট পজিটিভ আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে ভরতি হওয়ার খবরে উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করছি।’

আরও পড়ুন: অগস্টে মোট ১৭ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা, জেনে নিন কবে কবে…

Exit mobile version