Site icon The News Nest

Assam Election 2021: প্রথম দফায় ভোট পড়ল ৭২. ১৪ শতাংশ, মাজারে প্রার্থনা করলেন সর্বানন্দ সোনওয়াল

assam

শনিবার থেকে শুরু হল অসম বিধানসভা নির্বাচন। ১২৬টি বিধানসভা আসনে মোট তিনদফার নির্বাচনে এদিন প্রথম দফায় ৪৭টি আসনে ভোটগ্রহণ হয়। প্রথম দফার উল্লেখযোগ্য আসনগুলি হল তেজপুর, ডিব্রুগড়, তিনসুখিয়া, মাজুলি, লখিমপুর, ধেমাজি প্রমুখ।

এদিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়, তবে সামাজিক দূরত্ব মেনেই চলছে ভোটগ্রহণ পর্ব। শনিবার সকলকে ভোট দেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জেপি নাড্ডা। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও অসমবাসীকে ভোট দেওয়ার আবেদন জানালেন। তিনি বলেন, “রাজ্যের উন্নয়ন কামনায় দয়া করে আপনারা ভোট দিন।”

প্রথম দফাতেই ডিব্রুগঢ়ে ভোট দেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। ভোট দেওয়ার আগে তিনি বোগা বাবা মাজারে প্রার্থনা করেন। তিনি বলেন, “আমি সকলের জন্য শান্তি কামনা করেছি ও বিজেপির জয়ের জন্য প্রার্থনা করেছি।”

আরও পড়ুন: রান্নার গ্যাসে আরও ভর্তুকি কমাচ্ছে কেন্দ্র, হেঁশেলে ও মধ্যবিত্তের পকেটে আগুন

এদিন ভোটকেন্দ্র থেকে বেরিয়ে তিনি বলেন, “কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলিকে কেবল মিডিয়াতেই দেখা যায়। বিজেপি ও জোটসঙ্গীরাই মাঠে-ঘাটে কাজ করেন। অসমের মানুষ এখন বুঝে গিয়েছেন যে সিএএ-এনআরসি তাঁদের উপর কোনও প্রভাব ফেলবে না। রাজ্যে ফের বিজেপি সরকার গঠনই আমার লক্ষ্য। আমরা ১০০-রও বেশি আসন পাবো।”

প্রথম দফার নির্বাচনে জোরহাট কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। ভোটকেন্দ্র থেকে তিনি বেরিয়ে এসে বলেন, “আমার কাছে অত্যন্ত আবেগঘন মুহূর্তটি এটি। কারণ বহু বছর বাদে এই প্রথম আমি মা-বাবা ছাড়া ভোট কেন্দ্রে এলাম। তবে আমি নিশ্চিত যে সাধারণ মানুষ মিথ্যা ও ডাকাতির বিরুদ্ধে ভোট দেবেন এবং আগামিদিনের উজ্জ্বল ভবিষ্যত তৈরির লক্ষ্যে ভোট দেবেন।”

আরও পড়ুন: নজরে মতুয়া ভোট, হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের ভিটেয় পুজো দিয়ে বঙ্গ ভোটের প্রচার সেরে নিলেন নমো

Exit mobile version