Site icon The News Nest

অগস্টে মোট ১৭ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা, জেনে নিন কবে কবে…

মোট ৩১ দিনের মধ্যে মাসের ১৭ দিনই ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকছে চলতি মাসে।

ব্যাঙ্কিং আমাদের জীবনে অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আর এবার সেই ব্যাংকের দরুন চলিত মাসে আমাদের পড়তে হতে পারে কিছু বড় সমস্যায়।কারণ চলতি আগস্ট মাসে বেশ কয়েকটি ছুটির দিন পড়েছে আর সেই উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

শনিবার ঈদের ছুটিতে দেশজুড়ে বন্ধ ছিল ব্যাঙ্ক পরিষেবা। রবিবার ছুটির দিন বলে ব্যাঙ্ক বন্ধ। আগামিকাল, সোমবার রাখী বন্ধন উৎসব উপলক্ষে ফের বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা।

আরও পড়ুন: করোনায় মৃত্যু ইউপির মন্ত্রী কমলা রানির, অযোধ্যা সফর বাতিল করলেন যোগী!

৮ অগস্ট মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৯ অগস্টও রবিবার বলে বন্ধ ব্যাঙ্ক। আবার ১১ ও ১২ অগস্ট দেশব্যাপী জন্মাষ্টমী উৎসব পালনের ফলে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকছে।

প্যাট্রিয়ট ডে উপলক্ষে ১৩ অগস্ট মণিপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর পর ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের ছুটি। ১৬ অগস্ট রবিবার হওয়ার কারণে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।

এর পর ২১ ও ২২ অগস্ট একাধিক রাজ্যে আঞ্চলিক উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৯ অগস্ট মাসের চতুর্থ শনিবার হিসেবে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। পরের দিন রবিবার ৩০ অগস্টও দেশের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

আরও পড়ুন: গোরক্ষকদের মারে গুরুগ্রামে সঙ্কটজনক মাংস ব্যবসায়ী, দাঁড়িয়ে দেখল পুলিশ

 

Exit mobile version