Site icon The News Nest

প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির জন্য আসবে অত্যাধুনিক ভিভিআইপি বিমান ‘Air India One’ ! রিসিভ করতে মার্কিন মুলুকে পাড়ি কেন্দ্রীয় প্রতিনিধিদলের

আসছে ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ ৷ দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতির মতো ভিভিআইপি-দের জন্য অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থাযুক্ত বিমান এবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে পড়ছে ভারতে ৷ চলতি মাসে একটি এবং তারপর আগামী মাসে আরও একটি এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান চলে আসবে ভারতের হাতে ৷

এই ভিভিআইপি বোয়িং-৭৭৭ ইআর মডেলের বিমান আনতে আমেরিকায় পৌঁছেও গিয়েছেন ভারতীয় বায়ুসেনা, এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর উচ্চপদস্থ অফিসাররা ৷ওই দলে রয়েছেন ভারতীয় বায়ুসেনা, এয়ার ইন্ডিয়া, নিরাপত্তা বাহিনী ও কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকরা।এতদিন বোয়িং ৭৪৭ বিমানে বিদেশ সফরে যেতেন ভারতের রাষ্ট্রপ্রধানরা। যার তালিকায় আছেন ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। মূলত এই তিনজনই বিদেশ সফরে যাওয়ার জন্য এই উন্নত প্রযুক্তির বিমান ব্যবহার করেন। এবার বোয়িং ৭৪৭-এর জায়গা নিতে আসছে বোয়িং ৭৭৭। দুটো বোয়িং ৭৭৭ বিমান কিনছে ভারত। যার জন্য খরচ হচ্ছে ৮ হাজার ৪৫৮ কোটি টাকা।

আরও পড়ুন: সুসংহত পরিকাঠামো উন্নয়ন, ভোকাল ফর লোকাল- একনজরে মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ

এই বিশেষ ভিভিআইপি বিমানগুলি তৈরি করেছে মার্কিন সংস্থা বোয়িং। জানা গিয়েছে, বিমানের যাবতীয় পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে। ভেতরের সজ্জার কাজও শেষ। ইতিমধ্যেই, একটি এয়ার ইন্ডিয়া ওয়ান(এআই ওয়ান) বিমানকে ছাড়পত্র দিয়েছে মার্কিন সংস্থা ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এর অর্থ, বিমানটি ব্যবহারের জন্য প্রস্তুত। কেন্দ্রীয় সূত্রের দাবি, বিমানটি ভারতে পৌঁছনো মাত্রই তা অপারেশনাল হয়ে যাবে। অর্থাৎ, তাকে কাজে লাগানো হবে।

আরও পড়ুন: ‘এক দেশ এক স্বাস্থ্যকার্ড’! এবার ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের ঘোষণা প্রধানমন্ত্রীর

Exit mobile version