Site icon The News Nest

করোনা সংক্রমণে নয়া রেকর্ড, দেশে মৃত্যু ও সুস্থতার সংখ্যা ছাড়াল পুরনো হিসাব

naidu hospital pune pti

নয়াদিল্লি : দেশে করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধির হারে ফের রেকর্ড। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন প্রায় সাড়ে সাত হাজার। সেই সংখ্যাকে ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন প্রায় আট হাজার জন।এই বৃদ্ধির জেরে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন এক লক্ষ ৭৩ হাজার ৭৬৩ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হলেন ১১ হাজারেরও বেশি। যা সুস্থ হওয়ার নিরিখেও এখনও অবধি রেকর্ড। কোভিডের জেরে গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি মারা গিয়ে, দেশে মৃত্যুর সংখ্যাও পাঁচ হাজার ছুঁই ছুঁই।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় এ দেশে মৃত্যু হয়েছে ২৬৫ জনের। যা এক দিনে মৃত্যুর নিরিখে রেকর্ড। এই নিয়ে দেশে কোভিডের কারণে মোট মৃত্যু হল চার হাজার ৯৭১ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে দু’হাজার ৯৮ জনের। ৯৮০ জন মারা গিয়েছেন গুজরাতে, দিল্লিতে ৩৯৮ জন। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ৩৩০, পশ্চিমবঙ্গে ৩০২। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (২০১), রাজস্থান (১৮৪) ও তামিলনাড়ু (১৫৪)।

আরও পড়ুন: রাম মন্দির-৩৭০ ধারা থেকে CAA, কেন্দ্রের একবছরের রিপোর্ট কার্ড পেশ করলেন প্রধানমন্ত্রী

কেরলে শুরু হয়েছিল দেশের করোনা সংক্রমণ। তার পরই শীর্ষে চলে আসে মহারাষ্ট্র। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে সেখানে। এখনও সেই ধারা অব্যাহত। দেশের মধ্যে সংক্রমণের হারে শীর্ষে সেই মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায়, দু’হাজার ৬৮২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এ নিয়ে সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ৬২ হাজার ২২৮ জন।

আক্রান্তের হিসাবে রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেল। সেখানে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৪৬ জন। এর পরেই রয়েছে রাজধানী দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৮৬ জন। গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৩৪ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে রাজস্থান (৮,৩৬৫), মধ্যপ্রদেশ (৭,৬৪৫), উত্তরপ্রদেশ (৭,২৮৪), পশ্চিমবঙ্গ (৪,৮১৩), অন্ধ্রপ্রদেশ (৩,৪৩৬), বিহার (৩,৩৭৬), কর্নাটক (২,৭৮১), তেলঙ্গানা (২,৪২৫), পঞ্জাব (২,১৯৭), জম্মু-কাশ্মীর (২,১৬৪), ওড়িশা (১,৭২৩), হরিয়ানা (১,৭২১) ও কেরল (১,১৫০)।

শুক্রবারের তথ্য অনুসারে তুরস্ককে পিছনে ফেলে করোনাভাইরাস সংক্রমিত দেশের তালিকায় বিশ্বে ন’নম্বরে চলে আসে ভারত। করোনায় আক্রান্তের হিসাবে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইটালি, ফ্রান্স, জার্মানি পরই রয়েছে ভারত।

আরও পড়ুন: বাঁদরামি! করোনা পরীক্ষার স্যাম্পেল চুরি করল বাঁদর, চিবিয়ে খেল সার্জিক্যাল গ্লাভস

Exit mobile version