Site icon The News Nest

পার্টির ঝান্ডা ছাড়াই কৃষি বিলের প্রতিবাদে রেল রোকো পঞ্জাবে, ক্ষোভ ইউপিতেও

strike

কৃষি বিলের বিরুদ্ধে তোলপাড় পঞ্জাব। রাজ্যের কৃষক সংগঠনগুলির ‘রেল রোকো’ কর্মসূচির জেরে রাজ্যজুড়ে বাতিল করা হল ২৮টি প্যাসেঞ্জার ট্রেন। বিক্ষোভারীদের সরিয়ে ট্রেন কখন চালু হবে তা বলতে পারছে না রেল কর্তৃপক্ষ। এদিকে, বিক্ষোভের মেয়াদ ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কৃষকরা।

নয়া কৃষি বিলের পক্ষে ব্যাট ধরে শুক্রবার ময়দানে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের ‘বিভ্রান্ত’ করার অভিযোগ তুলে বিঁধেছিলেন বিরোধীদের। আশ্বাসও দিয়েছিলেন সেই সঙ্গে। কিন্তু তাতে কাজ হল না। পঞ্জাব, হরিয়ানায় কৃষক বিক্ষোভের পারদ ধীরে ধীরে চড়ছে। শনিবার সেই তালিকায় যোগ হল উত্তরপ্রদেশও।

আরও পড়ুন : একদা বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি অনিল আম্বানি এখন খরচ চালাচ্ছেন গয়না বেচে !

অমৃতসরে রেললাইনের উপর বসে ‘রেল রোকো’ করছেন কৃষকরা। জামা খুলে বিক্ষোভ দেখাচ্ছেন। কর্মসূচির নেতৃত্বে কিসান মজদুর সংঘর্ষ কমিটি। প্রথমে ঠিক হয়েছিল, ২৬ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত চলবে কর্মসূচি। কিন্তু এ দিন সংগঠনের সভাপতি সতনাম সিংহ পান্নু জানিয়ে দেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত রেল রোকো কর্মসূচি চলবে।

কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ করতে দিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন কৃষকরা। কোনও রাজনৈতিক দলকে বিক্ষোভে সামিল হতে দেওয়া হয়নি। কারণ কেন্দ্র বলছে, চাষিদের বিপথে চালিত করছে বিরোধীরা।

পঞ্জাবের কিষাণ মজদুর সংঘর্ষ সমিতির সেক্রেটারি স্বর্ণ সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন, ব্যবসায়ীদের কথায় এমন বিল এনেছেন প্রধানমন্ত্রী। আমরা অর্ডিন্যান্স পড়ে দেখেছি। এখন উনি বলছেন চাষিদের তাতাচ্ছে বিরোধীরা। এরকম কথার কোনও অর্থ হয় না।

মোদী সরকারের কৃষি সংস্কারে ‘আপত্তি’ জানিয়ে মন্ত্রিত্ব ছেড়েছিলেন এনডিএ-র অন্যতম পুরনো শরিক শিরোমণি অকালি দলের সাংসদ তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের পুত্রবধূ হরসিমরত কউর বাদল।

গত ১৭ সেপ্টেম্বরের চমকপ্রদ সেই ঘটনার পর কেটে গিয়েছে কয়েকটি দিন। কিন্তু নয়া কৃষি বিল নিয়ে এখনও সে ভাবে মুখ খোলেনি অকালি দল। সে দিকে ইঙ্গিত করেই কিসান মজদুর সংঘর্ষ কমিটির সাধারণ সম্পাদক এসএস পান্ধের বলছেন, ‘‘অকালি দল দ্ব্যর্থহীন কোনও অবস্থান নিচ্ছে না। তারা জোটের শরিক হয়ে থাকতে চাইছে এবং রাজনীতি করছে।’’

কৃষি বিল নিয়ে সংসদের ভিতরে বাইরে সরব বিরোধী দলগুলি। সেই স্বরে গলা মিলিয়ে শুক্রবার রাহুল গাঁধী জানান, নয়া কৃষি বিল কৃষকদের ক্রীতদাসে পরিণত করবে। বিজেপির বিরুদ্ধে এমন হাতে গরম ইস্যুতে বিরোধিতার মেজাজ বজায় রাখতে সোশ্যাল মিডিয়াতেও সরব কংগ্রেস শিবির। ওই বিলগুলি নিয়ে জনমত গড়তে ইতিমধ্যেই ‘কৃষকদের পক্ষে বলুন’ (স্পিক আপ ফর ফার্মার্স) নামে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে কংগ্রেস।

আরও পড়ুন : সর্ষের তেলে মেশানো যাবে না ভোজ্য তেলও, জানিয়ে দিল FSSAI

 

Exit mobile version