Site icon The News Nest

অবিশ্বাস্য সম্পদ বৃদ্ধির হার! ইলন মাস্ক, জেফ বেজসকেও টেক্কা দিলেন গৌতম আদানি

gautam adani

মুকেশ আম্বানি বা জেফ বেজোস অথবা ইলন মাস্ক, সকলকেই ছাপিয়ে গেলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। চলতি বছরে সবচেয়ে দ্রুত গতিতে সম্পত্তি বাড়িয়েছেন তিনি। ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্স-এর মতে, ২০২১ সালে ১৬২০ কোটি থেকে তাঁর সম্পত্তির নিট মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫০০০ কোটি টাকা। এ ব্যাপারে বেজোস বা মাস্ক-সহ বিশ্বের তাবড় শিল্পপতিদের টপকে গিয়েছেন আদানি।

ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্স-এর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে কেবলমাত্র ১টি ক্ষেত্র ছাড়া আদানি গোষ্ঠীর সবক’টি ব্যবসার শেয়ারের মূল্য ৫০ শতাংশ হারে বেড়েছে। কোনও কোনও ব্যবসায় আদানিদের মুনাফার হার ছাপিয়ে গিয়েছে ৯০ শতাংশও।

এত দ্রুত পরিমাণে সম্পত্তি বৃদ্ধি হল কী করে? এর প্রথম কৃতিত্ব অবশ্যই যায় বড় বিনিয়োগকারীদের কাছে। বিভিন্ন বহুজাতিক সংস্থা যেমন টোটাল এসএ থেকে ওয়ারবার্গ পিনকাস বড় অঙ্ক বিনিয়োগ করেছে আদানি গোষ্ঠীর ব্যবসায়।

আরও পড়ুন: ধর্ষককে বিয়ে করতে বলেননি, পদত্যাগের দাবি উঠতেই তড়িঘড়ি সাফাই প্রধান বিচারপতির

সেই বিপুল বিনিয়োগ ব্যবহার করা হয়েছে একাধিক খাতে। গত এক বছরে বন্দর, খনি, বিদ্যুত্ উত্পাদন- ইত্যাদি বৃহৎ ক্ষেত্রে বিনিয়োগ করেছে আদানি গোষ্ঠী। শুধু তাই নয়, ভবিষ্যত ক্ষেত্রের কথা মাথায় রেখে ডেটা সেন্টারের ক্ষেত্রেও বিপুল বিনিয়োগ করা হয়েছে। গত ফেব্রুয়ারিতেই ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ডেটা সেন্টার তৈরির চুক্তিতে সই করেছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড।

এই আশাব্যাঞ্জক বিনিয়োগের সুপ্রভাব দেখা গিয়েছে শেয়ার বাজারেও। আর সেটা মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়।

আদানি-টোটাল গ্যাস লিমিটেড-এর এ বছর ৯৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। অন্যদিকে আদানি এন্টারপ্রাইজের বৃদ্ধি ৯০ শতাংশ. আদানি ট্রান্সমিশন বৃদ্ধি পেয়েছে ৭৯ শতাংশ। আদানি গ্রিণ এনার্জি গত বছর প্রায় ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এবছর যদিও তা ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: WB election 2021: বাংলায় তারকা প্রচারক সনিয়া-মনমোহন-রাহুল-প্রিয়াঙ্কা,, তালিকা থেকে বাদ ‘বিক্ষুব্ধ’ নেতারা

Exit mobile version