Site icon The News Nest

প্রকৃত জাতীয়তাবাদী! গান্ধী হত্যাকারীর নামে লাইব্রেরি বানাল হিন্দু মহাসভা

godse

আগেই দেশপ্রেমিকের আখ্যা পেয়েছিলেন, এবার তাঁর নামে একটি গ্রন্থাগারও তৈরি করা হল। তিনি আর কেউ নন, মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)-র হত্যাকারী নাথুরাম গডসে (Nathuram Godse)। আর এই “দেশপ্রেমিক”-র নামে গ্রন্থাগার গড়ার নেপথ্যে কারিগর হল হিন্দু মহাসভা (Hindu Mahasabha)। মধ্য প্রদেশের গোয়ালিয়র (Gwalior) জেলায় দৌলতগঞ্জে তৈরি করা হয়েছে এই গ্রন্থাগার, নাম দেওয়া হয়েছে “গডসে জ্ঞানশালা”।

মহাসভার সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেন, “গডসে যে সত্যিকারের জাতীয়তাবাদী তা বিশ্ববাসীর সামনে রাখার জন্য পাঠাগারটি চালু করা হয়েছে। অবিভক্ত ভারতের পক্ষে তিনি লড়াই করেছিলেন এবং মৃত্যু হয়। লাইব্রেরি তৈরির উদ্দেশ্য হ’ল সত্যবাদী জাতীয়তাবাদকে জাগ্রত করা। ”

আরও পড়ুন: বাড়ি গিয়ে শষ্য সংগ্রহ করেছিলেন নাড্ডা, ২৪ ঘণ্টা না যেতেই তৃণমূল কার্যালয়ে হাজির ৫ কৃষক

ভরদ্বাজ বলেছিলেন যে জওহরলাল নেহেরু এবং মহম্মদ আলী জিন্না দুজনেই নিজেদের উচ্চাভিলাষ পূরণের জন্য ভারত ভাগ করতে চেয়েছিলেন। যদিও গডসে এর বিরোধিতা করেছিলেন। এই শহরে গান্ধী হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে নাথুরাম গডসেকে উৎসর্গ করে গ্রন্থাগারের সাইট হিসাবে বেছে নেওয়া হয়েছে। এই শহরেই একটি পিস্তলও কিনেছিলেন নাথুরাম। এখানে মোহনদাস কর্মচন্দ গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের জীবন ও বিচারধারা সম্পর্কে স্থানীয় যুবক যুবতীদের অভিহিত করা হবে।

এর আগেও হিন্দু মহাসভা একাধিকবার তাঁর উচ্ছ্বসিত প্রশংসা ও মহিমা কীর্তন করেছে। হিন্দু মহাসভা গোয়ালিয়র প্রতি বছর গডসে জন্মদিবস পালন করে। হিন্দু মহাসভার প্রধান অফিসে একটি মন্দির তৈরি করা হয়। সেখানে নাথুরাম গডসের মূর্তিও স্থাপন করা হয়। পরে প্রতিবাদের মুখে পড়ে তা সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: এবার নির্ভয়াকাণ্ডের ছায়া মধ্যপ্রদেশে, গণধর্ষণের পর গোপনাঙ্গে ঢোকানো হল রড

 

Exit mobile version