Site icon The News Nest

পেটে যন্ত্রণা! অস্ত্রোপচারের পর রোগীর মূত্রথলিতে মিলল চার্জারের কেবল!

গুয়াহাটি: পেটে প্রবল ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন ৷ ঠিক কী হয়েছে, কিছুই পরিষ্কার করে বলতে পারছিলেন না রোগী ৷ অস্ত্রোপচারের পর পেটের ভিতর থেকে যা বেরলো তাতে সবারই চক্ষু চড়কগাছ ! মোবাইল ফোনের চার্জার কেবল উদ্ধার হল রোগীর ইউরিনারি ব্লাডার থেকে ৷

মোবাইল চার্জারের ২ ফুট লম্বা কেবল যে পেটের ভিতর রয়েছে, ডাক্তারদের সেটা জানাননি রোগী ৷ কিন্তু অপারেশন থিয়েটারেই সব স্পষ্ট হয়ে যায় ৷ ৩০ বছরের ওই রোগীর  penile urethra-তে পাওয়া যায় ওই মোবাইল চার্জারের বিশাল কেবল ৷ অপারেশন টেবলে এক্স-রে করেই জানা যায় রোগীর ইউরিনারি ব্লাডারে কী রয়েছে ৷

আরও পড়ুন: Chandra Grahan 2020: জানেন কি কেন আজ রাতের চাঁদ ‘স্ট্রবেরি মুন’?

https://www.thenewsnest.com/wp-content/uploads/2020/06/cable-1.mp4

ডাক্তাররা জানান, ‘‘ রোগী আমাদের কাছে এসে প্রথমে জানান, একটা হেডফোনের কেবল তিনি ভুল করে গিলে ফেলেছেন ৷ ফলে খুব যন্ত্রণাও হচ্ছে তাঁর ৷ কিন্তু স্টুল এবং এন্ডোস্কপিতেও ধরা পড়েনি কোনও কেবল ৷ এরপর এক্স রে-তে ধরা পড়ে কেবলটি আটকে রয়েছে রোগীর ইউরিনারি ব্লাডারে ৷ এরপরই অস্ত্রোপচার করে কেবলটি সরিয়ে ফেলা সম্ভব হয় ৷’’ ডাক্তার আরও জানান, ‘‘মুখ দিয়ে নয় ৷ আসলে পুরুষাঙ্গের মধ্যে দিয়েই শরীরের ভিতর মোবাইল চার্জারের ওই কেবল যুবক ঢুকিয়েছিলেন ৷ গত ২৫ বছর ধরে অস্ত্রোপচার করলেও এমন অভিজ্ঞতা আগে হয়নি কখনও ৷ ’’

চিকিৎসকের মতে, এটি এক ধরণের হস্তমৈথুন করার পদ্ধতি ৷ ইউরেথরার মাধ্যমে কোনও জিনিস ভিতরে ঢোকানো হয় ৷ হাসপাতালে এসে প্রথম দিন থেকেই মিথ্যা কথা বলে গিয়েছেন ওই রোগী ৷ বলেছেন উনি নাকি মুখ দিয়ে গিলে ফেলেছেন চার্জার কেবলটি ৷ কিন্তু পরীক্ষা এবং অস্ত্রোপচারের পরেই গোটা বিষয়টি পরিষ্কার হয় ৷

আরও পড়ুন: ছয় সপ্তাহের মধ্যে ষষ্ঠ মেগা ডিল !এ বার জিয়োর শেয়ার কিনছে আবু ধাবির মুবাদালাও

Exit mobile version