Site icon The News Nest

নারীবিদ্বেষী মন্তব্যে করে বিতর্কে মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক, বাধ্য হয়ে ক্ষমা চাইলেন পরে

The News Nest: কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে লজ্জাজনক নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জিতু পটওয়ারি। দেশের উন্নয়নের সঙ্গে তুলনা টানতে গিয়ে তিনি মেয়েদের খাটো করে চরম বৈষম্যমূলক কথা বলেছেন। তার জন্য তীব্র সমালোচনার মুখে পড়ে তাঁকে ক্ষমাও চাইতে হয়েছে।

নোটবন্দি, জিএসটি-সহ বিভিন্ন কেন্দ্রীয় পরিকল্পনার সমালোচনা করে বুধবার জিতু তাঁর টুইটে লেখেন, ‘‘দেশের মানুষ পুত্রসন্তান লাভের আশা করেছিল। কিন্তু তাঁদের পাঁচটি কন্যাসন্তান দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের একটিও পুত্রসন্তান দেওয়া হল না। এখনও জন্মাল না বিকাশ। উন্নয়ন।’’ জিতুর ওই মন্তব্যের প্রথম নিন্দা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। জিতুর এই মন্তব্য নিয়ে তিনি কী মনে করেন, তা দলের নেত্রী সনিয়া গান্ধীর কাছে জানতে চান শিবরাজ।

আরও পড়ুন: IIT বম্বের আগামী সেমিস্টার হবে অনলাইনেই, বছরভর বন্ধ অফলাইন ক্লাস

জিতুর মন্তব্যের নিন্দা করে শিবরাজ তাঁর টুইটে লেখেন, ‘‘যখন দেশে রানি দূর্গাবতীর আত্মবলিদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে, তখন একটি পুত্রসন্তান চেয়ে পাঁচটি কন্যাসন্তান পাওয়ার মতো মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। কন্যাসন্তানের জন্ম দেওয়া কি অপরাধ? কন্যাসন্তাদের অপমান করার জন্য সনিয়াজি কি তাঁর দলের নেতাদের দায়িত্ব দিয়েছেন?’’ ওই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ক্ষমা চাইতে বাধ্য হন কংগ্রেস বিধায়ক। পরে আর একটি টুইটে জিতু লেখেন, ‘‘আমার মন্তব্যে কেউ আহত হলে আমি দুঃখিত। কন্যাসন্তান তো স্বর্গীয় জিনিস।’’

মধ্যপ্রদেশের রাউ কেন্দ্রের বিধায়ক জিতুর টুইটের লক্ষ্য ছিল ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ শ্লোগান। নিজের মন্তব্যের পক্ষে সওয়াল করতেও দ্বিধা করেননি জিতু। বলেছেন, ‘‘মোদী সরকারের বিভিন্ন কাজকর্মকে বিঁধতেই আমি এ কথা বলেছিলাম।’’

আরও পড়ুন: বৃহস্পতিবার নামল সোনার দাম, সঙ্গে কমল রুপোও

Exit mobile version