Site icon The News Nest

Unlock 2: আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Modi

The News Nest: আগামিকাল অর্থাত্‍ মঙ্গলবার বিকেল ৪টেয় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বলে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে৷

সোমবার রাতে টিকটক-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে ভারত। চিনের সঙ্গে সংঘাতের আবহে ভারতের এই #DigitalAirStrike-এর পরপরেই প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৪ টেয় নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আরও পড়ুন: বোমায় কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত গোরুর মুখ, ঝরল রক্ত

ফলে, জাতির উদ্দেশে মোদী কী বলবেন, তার বক্তব্যের বিষয় কী, এখনও তা অস্পষ্ট। কারণ, ১ জুলাই থেকে আনলক-২ শুরু হতে চলেছে। অর্থাত্‍‌ মঙ্গলবারই আনলক-১ এর মেয়াদ আনুষ্ঠানিক ভাবে শেষ হচ্ছে। তার আগে সোমবার রাতে মাসব্যাপী আনলক-২ এর নির্দেশিকাও সরকার জারি করেছে। ধোঁয়াশা এখানেই। কৌতূহলও। প্রধানমন্ত্রী চিনের বিরুদ্ধে ডিজিটাল এয়ার স্ট্রাইকের কথা বলবেন নাকি করোনাভাইরাস লকডাউন তা নিয়ে সোমবার রাত থেকেই জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে সোমবার রাতে এক নির্দেশিকা জারি করে, TikTok এবং UC Browser-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তথ্য়প্রযুক্তি আইনের ৬৯এ ধারা এবং ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি বিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করে মোদী সরকার। দেশের স্বার্বভৌমত্ব, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ বলে কেন্দ্রের তরফে জানানো হয়। অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে।

আনলক ২.০ তে উল্লেখযোগ্য ছাড় বলতে এবার থেকে দোকানে পাঁচজনের বেশি জমায়েত হতে পারবে সামাজিক দূরত্ব বজায় রেখে। এছাড়া নাইট কার্ফু রাত ১০ থেকে সকাল ৫ টা অবধি করা হয়েছে। অর্থাত্ কমানো হল নাইট কার্ফুর সময়। কেন্দ্র জানিয়েছে যে আরও বেশি সংখ্যক স্পেশাল ট্রেন ও বিমান চালানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ জুলাই অবধি বন্ধ থাকলেও কেন্দ্রীয় ও রাজ্য ট্রেনিং সেন্টারগুলি খোলা থাকবে ১৫ জুলাইয়ের পর। 

আরও পড়ুন:  Breaking: TikTok, UC Browser-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

Exit mobile version