বোমায় কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত গোরুর মুখ, ঝরল রক্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: তাজা বোমায় কামড় দিয়ে মুখ ক্ষতিগ্রস্ত হল একটি গোরুর।রবিবার ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশে চিত্তোর জেলায়।কোগিলেরু গ্রামের বাসিন্দা ও পুলিশের সাব ইন্সপেক্টর লোকেশ রেড্ডি বলেন, ‘এই গ্রামে একটি গোশালা রয়েছে। সেখানে তিনটি গোরু রাখা হয়। রবিবার বিকেলে একটি গোরুকে জঙ্গলের কাছে বেধে এসে রাখা হয়। সেখানেই গোরুটি একটি তাজা বোমায় কামড় বসায়। বন্য প্রাণীদের রুখতে ওই বোমাগুলি রাখা হয়। সেই বোমা ফাটতেই গোরুটি গুরুতরভাবে আহত হয়।’

আরও পড়ুন : Breaking: TikTok, UC Browser-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

ঘটনার পর ওই গোশালার প্রধান এস অর্জুন রেড্ডি স্থানীয় পাঞ্জানি থানায় একটি অভিযোগ দায়ের করেন। ২৮৬, ৪২৯ ও বন্যপ্রাণী রক্ষার ১১ ও ৯বি(আই) ধারায় মামলা রুজু করা হয়েছে।

চলতি মাসেই হিমাচলপ্রদেশের বিলাসপুরে ফসলের ক্ষেতে ঢুকে পড়ায় একটি অন্তঃসত্ত্বা গোরুর মুখ লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। সেই বিষয়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছিল।

বোমার আঘাতে গোরুটির চোয়ালের অবস্থা ভয়ঙ্কর আকার নিয়েছিল।। ঝরঝর করে রক্ত পড়ছিল সেই ক্ষত থেকে। গরুটি বেশ কয়েকদিন কিছু খেতেও পারেনি। গরুটির মালিক গুরদয়াল সিং প্রশাসনের কাছে সাহায্যও চেয়েছিলেন। সেইসঙ্গে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছিলেন তিনি। তাঁর অভিযোগ, প্রতিবেশী নন্দলাল ইচ্ছাকৃতভাবে গরুটিকে আঘাত করেছেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত।

তামিলনাড়ুর তিরুচির জিয়াপুরমের কাছে একটি ক্ষতবিক্ষত শিয়ালের দেহ উদ্ধার হয়। বনদফতরের তরফে জানানো হয়, বোমা ভরা মাংস খেয়ে শিয়ালের মুখটি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। বোমা মুখে পুরতেই বিস্ফোরণ ঘটে মুখে। এর জেরে তীব্র যন্ত্রণা পেতে পেতে শিয়ালটি মারা যায়। এই নৃশংস ঘটনায় অভিযুক্ত ১২জনের একটি শিকারি দলকে গ্রেফতার করা হয়।

কেরালায় গর্ভবতী হাতি হত্যার বিরুদ্ধে শুরুতে আওয়াজ উঠলেও বর্তমানে তা নিয়ে আর আলোচনা নেই। সমানতালে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও প্রাণী হত্যার অভিযোগ উঠছে। পশুপ্রেমীদের মতে, এদিনের ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন মাত্র।

আরও পড়ুন : ভারত-চিন সংঘাত আবহেই সামনের মাসেই প্রথম দফায় ভারত পাচ্ছে ৬ টি রাফাল

Gmail 5
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest