Site icon The News Nest

ভারতে লঞ্চ হতে চলেছে POCO-র নতুন ‘প্রো’ ভ্যারিয়েন্ট, জেনে নিন সম্ভাব্য ফিচার-দাম

POCOX3Pro

ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এক্স ৩ প্রো। আগামী ৩০ মার্চ লঞ্চ হবে এই নতুন মডেল। সোমবার সংস্থার তরফে টুইট করে একথা ঘোষণা করা হয়েছে। মনে করা হচ্ছে, এই ফোন বাজেট ফ্রেন্ডলি তালিকায় থাকবে। পোকো ইন্ডিয়ার তরফে টুইট করে জানানো হয়েছে তাদের ‘প্রো’ ভ্যারিয়েন্ট লঞ্চ করবে ৩০ মার্চ। যদিও ফোনের মডেলের নাম আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে নতুন মডেলের নাম হবে ‘পোকো এক্স ৩ প্রো’। ফোনের দাম কিংবা ফিচার সম্পর্কে বিশেষ কোনও তথ্য সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: ১৫ মে-র মধ্যে নতুন প্রাইভেসি পলিসিতে সম্মতি না জানালে কি হবে আপনার Whatsapp -এর

সম্ভাব্য ফিচার-

১। এই ফোনে থাকতে পারে Snapdragon 860 SoC। সেই সঙ্গে থাকতে পারে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে।

২। সূত্রের খবর, এই মডেলে থাকতে পারে ফুল এইচডি ডিসপ্লে। রিফ্রেশ রেট হতে পারে 120Hz।

৩। এই ফোনের ব্যাটারি হতে পারে 5,200mAh।

৪। পোকোএক্স ৩ প্রো মডেলে থাকতে পারে ৪জি পরিষেবা এবং ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই।

সম্ভাব্য দাম-

বিভিন্ন অনলাইন ট্রিপস্টারের মতে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে পোকো- র নতুন ফোন। ৬ জিবি র‍্যামের ফোনের দাম হতে পারে ২১,৬০০ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যামের ফোনের দাম হতে পারে ২৬,০০০ টাকা। কালো, নীল এবং ব্রোঞ্জ— এই তিনটি রঙে পাওয়া যাবে পোকোর নতুন ফোন পোকো এক্স ৩ প্রো।

আরও পড়ুন: Facebook Reels-এ এবার ঢুকবে Istagram-এর ভিডিয়ো, আসছে নয়া আপডেট

Exit mobile version