Site icon The News Nest

এবার হিমাচল,বিস্ফোরক ঠাসা আটার ডেলায় উড়ে গেল গর্ভবতী ‘গোমাতা’র চোয়াল

cow

ওয়েব ডেস্ক: কেরালায় গর্ভবতী হাতিকে বাজিতে মোড়া আনারস খাওয়ানোর কয়েকদিন ঘুরতে না ঘুরতেই, আবার একই কাণ্ডের পুনরাবৃত্তি। এবার হিমাচল প্রদেশে গরুটির মুখে বিস্ফোরক ঠাসা আটার ডেলা ভরে দেওয়া হল। মুখের ভয়ংকর অবস্থায় সেই গোরুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় মৃত রেকর্ড ২৯৪, করোনা আক্রান্তে ইতালিকে ছাপিয়ে বিশ্বে ষষ্ঠ ভারত

ঘটনাটি হিমাচলের বিলাসপুর জেলায় ঘটেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, গরুটির মালিক হতভাগা সেই গোরুর ঝলসে যাওয়া মুখটির দিকে আঙুল দিয়ে দেখাচ্ছেন। গরুটির মালিক গুরুদয়াল সিংহের অভিযোগ, তাঁর প্রতিবেশী নন্দলাল এই ঘটনার সঙ্গে জড়িত। নন্দলাল ঘটনার পর থেকেই ফেরার। হিমাচল প্রদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশের তরফে মামলা রুজু করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত পাকড়াও করার নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, “এমনতর অমানবিক, ঘৃণ্য কাণ্ড কখনই বরদাস্ত করা হবে না। দোষীরা পালিয়ে গিয়ে পার পাবে না। পুলিশকে যত দ্রুত সম্ভব কালপ্রিটদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছি।”

হাতি খুনের পর বিষয়টিকে অন্য দিকে মোড় ঘোরানোর চেষ্টা হয়েছিল। হাতিটি কোটায় মরেছে তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। হাতিটি হিন্দু অধ্যুষিত এলাকায় মরেছে, নাকি মুসলিম অধ্যুষিত এলাকায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। যেহেতু রাজ্যটি কেরল, তাই গেরুয়া শিবির হাতি খুনকেও অন্য লাইনে খেলতে চেষ্টা করেছিল। এবার ‘গোমাতা’ খুনের ঘটনায় তাদের ভূমিকা কী হবে তা বলা যাচ্ছে না। কিন্তু যেহেতু গরুর মালিক অভিযুক্তের নাম বলে দিয়েছে তাই বিষয়টি নিয়ে খুব একটা বোধহয় জলঘোলা হবে না।

আরও পড়ুন: নেই মাস্ক, নেই ছ’ ফুটের দূরত্ব বিধি! স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পুরীতে সম্পন্ন জগন্নাথ দেবের স্নানযাত্রা

Exit mobile version