Site icon The News Nest

Tamil Nadu Election Results 2021: এনডিএ-কে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল ডিএমকে

Tamil Nadu Election

পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও ৩টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল তামিলনাড়ু। গত ৬ এপ্রিল সেরাজ্যে অনুষ্ঠিত হয় ১৬তম বিধানসভা নির্বাচন। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভার ম্যাজিক ফিগার ১১৮। উল্লেখ্য, এই প্রথম দ্রাবিড় রাজনীতির দুই স্তম্ভ, এম করুণানিধি এবং জে জয়ললিতা বিহীন ভোটযুদ্ধ দেখল তামিলনাড়ু। করোনা আবহে এবারের নির্বাচন সেরাজ্যে ভোট পড়ে ৭২.৮১ শতাংশ।

গত দশবছর ধরে তামিলনাড়ুতে ক্ষমতায় ছিল এআইএডিএমকে। তবে ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হয় এআইএডিএমকে। নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু করেন ও পনিরসেলভাম এবং এডাপাড্ডি কে পালানিস্বামী। তবে বিজেপির মধ্যস্থতায় ফের এক হয়ে কাজ করতে শুরু করেন দুই নেতা।

তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ১৩৬টি আসনে এগিয়ে ডিএমকে৷ অন্যদিকে ৮৬টি আসনে এগিয়ে এডিএমকে৷ অনান্যরা এগিয়ে ৩টি আসনে৷

আরও পড়ুন: প্রয়াত ‘শ্যুটার দাদি’, শোকপ্রকাশ করলেন ‘সান্ড কি আঁখ’ তারকারা

কোলাথুর আসনে এগিয়ে রয়েছেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন।

ডিএমকে প্রার্থীর কাছে পিছিয়ে পড়েছেন বিজেপির সেলিব্রিটি প্রার্থী খুশবু সুন্দর।

কোয়াম্বাতুর দক্ষিণ কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন এমএনএম কমল হাসান।

আরও পড়ুন: WB election 2021: নন্দীগ্রামেও বদলাবে ফল, প্রত্যয়ী মমতা ডাকলেন জরুরি বৈঠক

 

Exit mobile version