Site icon The News Nest

হাসপাতাল থেকে বেরোল প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ, কোভিড প্রটোকল মেনে দুপুর ২টোয় শেষকৃত্য

rahul 2

প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ নিয়ে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে সেনা হাসপাতাল থেকে যাত্রা শুরু করল। অন্তিম সংস্কারের আগে তাঁর মরদেহ যাবে ১০ নং রাজাজি রোডে তাঁর বাসভবনে। এদিন দুপুর আড়াইটের সময় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে কোভিড বিধিনিষেধ মেনে।

২২ দিন টানা লড়াইয়ের পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। বিকেল ৫ টা ৪৬ মিনিট নাগাদ প্রণব পুত্রর ট্যুইট বার্তায় শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। দলমত নির্বিশেষে সকলে মত দেন, ভারতীয় রাজনীতির এক যুবাবসান তাঁর মৃত্যু। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে দেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করে কেন্দ্র ৷ আজ অর্থাত্‍ মঙ্গলবার পশ্চিমবঙ্গেও সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকছে৷ ৷ প্রণববাবুর প্রয়াণে বাংলাদেশেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ২ সেপ্টেম্বর৷

আরও পড়ুন: Breaking: ডাক্তার কাফিল খানকে মুক্তি নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট

যেহেতু প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছিলেন, তাই তাঁর দেহ বিশেষ অ্যাম্বুল্যান্সে রাজাজি মার্গের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে৷প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেহ দিল্লির ১০ নম্বর রাজাজি মার্গে তাঁর বাসভবনে দুপুর পর্যন্ত শায়িত থাকছে৷ দুপুর দুটো নাগাদ লোধি রোডে শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হওয়ায় প্রণববাবুর শেষকৃত্য সব রকম স্বাস্থ্য প্রটোকল মেনে করা হবে৷ একটি বিশেষ শববাহী যানে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে, যাতে কোনও ভাবেই ভাইরাস সংক্রমণ না হয়৷

গত ৫ অগাস্ট দিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁর অবস্থার অবনতি হয়। দু’দিনের মধ্যে কোমায় চলে যান তিনি। ২২ দিন মরিয়া লড়াইয়ের পর তাঁর দেহ সাড়া দেওয়া বন্ধ করে সোমবার।

আরও পড়ুন: ‘আনলাকি ১৩’ ছিল প্রিয় নম্বর আর জীবনাবসান ৩১ তারিখে! প্রণব মুখার্জির জীবন জুড়ে সংখ্যাতত্ত্বের খেলা

Exit mobile version