Site icon The News Nest

মহারাষ্ট্রের বহুতল ভেঙে মৃত্যু কমপক্ষে ১০ জনের, ধ্বংসস্তূপে আটকে ২০-২৫

bhiwandi

মহারাষ্ট্রে ফের বহুতল ভেঙে পড়ার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টে নাগাদ মুম্বইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় ভেঙে পড়ে তিনতলা বাড়িটি।

ভোর বেলা বাড়িটি ভেঙে পড়ার পর উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। দমকল বাহিনী ও পুলিশও সেই কাজে সহায়তা করছে। ইতিমধ্যেই ১০ জনকে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ২০-২৫ জনের আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক অফিসার।

আরও পড়ুন: ‘রাজা তোর কাপড় কোথায়?’ লোকসভায় মোদি সরকারকে ফের আক্রমণ মহুয়া মৈত্রর

প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ডিজি সত্য নারায়ণ প্রধান জানিয়েছেন, ভোর পাঁচটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় তাঁর দল। প্রাথমিকভাবে স্থানীয়রা ২০-২৫ জনকে উদ্ধারও করেছেন বলে খবর পাওয়া গিয়েছে। এনডিআরএফের আরও দল ঘটনাস্থলে যাচ্ছে। তারইমধ্যে ধ্বংসস্তূপ থেকে এক শিশু উদ্ধার করেছেন এনডিআরএফের উদ্ধারকারীরা।

থানে পুর কর্পোরেশনের এক মুখপাত্র বহুতল ভাঙার ঘটনা নিয়ে বলেছেন, ‘‘ভিয়ান্ডিতে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় এখনও অবধি আট জনের মৃত্যু হয়েছে।’’ এই বিবৃতির পরে আরও দু’জনের মৃত্যুর কথা জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। জানা গিয়েছে, ওই বহুলতটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার থাকত। দেখুন কী ভাবে সেখানে উদ্ধারকার্য চালিয়ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী—

আরও পড়ুন: কৃষি বিল বিরোধিতায় উত্তাল রাজ্যসভা,রুল বুক হাতে ওয়েলে নেমে বিক্ষোভ ডেরেকের

Exit mobile version