Site icon The News Nest

সোপোরে এনকাউন্টার, তীব্র গুলিবিনিময়ে মৃত ২ জঙ্গি

The News Nest: ভোররাত থেকেই তুমুল গুলির লড়াই। শেষপর্যন্ত বৃহস্পতিবার সকালে মিলল সাফল্য। এনকাউন্টারে কাশ্মীরে (Kashmir) খতম  দুই সন্ত্রাসবাদী।  প্রসঙ্গত, উত্তর কাশ্মীরের সোপোর এলাকা থেকে বুধবার লস্করেরর (LeT) পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরই দুই সন্ত্রাসবাদীকে (Terrorist)  নিকেশ করল যৌথবাহিনী।

সোপোরের হর্দশিবা এলাকায় সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পান নিরাপত্তা রক্ষীরা। এরপরই সেনাবাহিনীর ২২আরআর, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF যৌথ অভিযান চালায় ওই এলাকায়। গোটা এলাকা ঘিরে ফেলে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। সন্ত্রাসবাদীদের অবস্থান বুঝে ফেলার পরই নিরাপত্তা রক্ষীদের লক্ষ করে গুলি ছোড়ে সন্ত্রাসবাদীরা। পালটা গুলি চালান জওয়ানরাও।

আরও পড়ুন: ছাড়পত্র পেল না চীনের প্রোডাক্ট, কলকাতা বিমানবন্দরে আটকে ৩৫ কোটির পণ্য

জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বুধবার রাতেই ২-৩ সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবর আসে। খবর পেয়েই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকালে শুরু হয় গোলাগুলি।

চলতি বছর এখনও পর্যন্ত কাশ্মীরে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১০৮ জন সন্ত্রাসবাদীর। বেশিরভাগই মারা গিয়েছে দক্ষিণ কাশ্মীরে। উত্তর কাশ্মীরেও নজর রাখছে বাহিনী। সূত্রের খবর, বর্তমানে শতাধিক সন্ত্রাসবাদী ওই এলাকায় সক্রিয়। তাদের মধ্যে অধিকাংশই বিদেশি।

বুধবারই এনকাউন্টার চলে পুলওয়ামা ও কুপওয়ারায়। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের সঙ্গে এনকাউন্টারে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, সিআরপিএফের এক জওয়ান শহিদ হন। দুই সন্ত্রাসবাদীকেও খতম করে সিআরপিএফ। পুলওয়ামার বন্দজু এলাকায় এই এনকাউন্টার হয়। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল কেন্দ্র

Exit mobile version