Site icon The News Nest

‘আমাদের গর্ব’, কমলা হ্যারিসের জয়ে চোখে জল তামিলনাড়ুর এই গ্রামের বাসিন্দাদের

tamilnaru

আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমলা হ্যারিস (Kamala Haris)। আর তাই রবিবার সকালে খুশিমনে ঘুম ভেঙেছে তামিলনাড়ুর (Tamil nadu) থুলাসেন্দ্রাপুরম গ্রামের বাসিন্দাদের! আসলে কয়েক হাজার কিলোমিটার দূরে তাঁদের গ্রামের মেয়ে তাঁদেরও ভরিয়ে দিয়েছেন গৌরবে।  তাই থিরুভারুর জেলার থুলাসেন্দ্রাপুরম গ্রামের মেয়েরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে মেতেছেন সেই জয় উদযাপনে। বাড়ির সামনে আঁকতে বসেছেন রঙ্গোলি।

তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরম গ্রামেই বাস ছিল কমলার পরিবারের। তাই গ্রামবাসীদের কাছে, কমলা হলেন এই গ্রামেরই মেয়ে।  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রচার পর্ব শুরু হওয়ার পরেই সেজে উঠেছে গোটা গ্রাম। কমলার জয়ের জন্য স্থানীয় একটি মন্দিরে পুজোও দেন গ্রামবাসীরা। গোটা গ্রামে কমলার নাম পোস্টারে ছয়লাপ হয়ে যায়। যেখানে ঘরের মেয়ের জয়ের খবর দেখার জন্য দিনরাত টিভির সামনে বসে থাকতেন গ্রামবাসীরা

আরও পড়ুন: গর্ভেই ‘সংস্কারী’ হয়ে উঠবে শিশু!বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নয়া থেরাপি

এখন জয়ের খবর আসার পরেই উৎসব আবহ গোটা গ্রামে। কার্যত পালিত হচ্ছে রঙ্গোলি। খুশির হাওয়া গোটা গ্রাম জুড়ে। উচ্ছ্বসিত গ্রামবাসীরাও।৫৫ বছরের কমলা হ্যারিস মার্কিন মুলুকের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। তাঁর হাত ধরে ভারত মার্কিন সুসম্পর্ক অন্য মাত্রায় গড়ে উঠবে বলে আশাবাদী অনেকে।

ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথম বক্তৃতায় কমলা উল্লেখ করেছেন তাঁর মা শ্যামলা গোপালনের কথা, যিনি ছিলেন থিরুভারুর জেলার বাসিন্দা। তিনি বলেন, ‘‘যখন আমার মা মাত্র ১৯ বছর বয়সে এই দেশে এসেছিলেন, তিনি কল্পনাও করতে পারেননি এমন কোনও মুহূর্ত। কিন্তু তিনি গভীরভাবে এমন এক আমেরিকায় বিশ্বাস রেখেছিলেন, যেখানে এই ধরনের মুহূর্ত তৈরি হতেই পারে।’’

আরও পড়ুন: বিহারে পরিবর্তনের ইঙ্গিত! হাড্ডাহাড্ডি লড়াই শেষে মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন তেজস্বী যাদব

Exit mobile version