Site icon The News Nest

চড়ছে আতঙ্কের পারদ! ২৪ ঘণ্টায় ২৬০০ মৃত্যুর রেকর্ড আমেরিকায়

MW IC267 corona 20200314165938 ZQ

ওয়াশিংটন: আশঙ্কা, উদ্বেগ, আতঙ্কের পারদ চড়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। সংক্রামিতের সংখ্যা মাত্রাছাড়া। হাসপাতাল-নার্সিংহোমে রোগীদের ঠাসাঠাসি ভিড়। আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে সংক্রামিত হয়ে পড়ছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। এক ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তার মধ্যেই চলছে রাজ্যপাল- মুখ্যমন্ত্রীর তরজা

গতকালই দু’হাজারের বেশি মৃত্যুর খবর মিলেছিল মার্কিন মুলুকে। জন হপকিনস ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে ২৬০০ জনের মৃত্যু হয়েছে। একদিনের মধ্যে এতজনের মৃত্যু রেকর্ড তৈরি করেছে। সংক্রামিত প্রায় ৬ লক্ষ ৪৪ হাজার। এখনও অবধি মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫২৯ জনের।

সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী নিউ ইয়র্কেও। সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, আরও ৬,৫৮৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ। নিউ ইয়র্কের বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোমও চমকে দেওয়ার মতো রিপোর্ট দিয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এখনও অবধি শহরের প্রতি এক লক্ষ পুরুষের মধ্যে অন্তত ৪৩ জন করোনা আক্রান্ত, আর প্রতি এক লক্ষ মহিলার মধ্যে আক্রান্তের সংখ্যা ২৩ জনের কাছাকাছি। মাউন্ট সিনাই হেলথের সিনিয়র সার্জন ডাক্তার হানি বিটানি বলেছেন, জরুরি বিভাগে ভর্তি করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৮০ জনই পুরুষ। বেশিরভাগেরই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। মধ্য বয়স্ক পুরুষদের শ্বাসের সমস্যা সবচেয়ে বেশি।

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১২ হাজার, মৃত বেড়ে ৪১৪

আমেরিকার এই মৃত্যুমিছিলে অন্তত চল্লিশ জন প্রবাসী ভারতীয়র ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫০০ জন ভারতীয়। যে ৪০ প্রবাসী ভারতীয়রা মার্কিন মুলুকে মারা গেছেন তাঁদের মধ্যে ১৭ জন কেরল, ১০ জন গুজরাত, ৪ জন পঞ্জাব, ২ জন অন্ধ্রপ্রদেশ এবং ১ জন ওড়িশার বাসিন্দা বলে জানা গেছে। এঁদের মধ্যে ১৫ জন ছিলেন নিউ ইয়র্কের বাসিন্দা। পেশায় অনেকেই ট্যাক্সিচালক।

আরও পড়ুন: করোনা: কলকাতা-সহ রাজ্যের চার জেলা ‘হটস্পট’, ‘গ্রিন জোন’-এ ৭ জেলা

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশজুড়ে আক্রান্তের সংখ্যা নয়া সীমানা ছুঁয়েছে। করোনার কারণে লকডাউন প্রত্যাহারের কী রণকৌশল তৈরি হবে, বৃহস্পতিবার তার প্রথম পরিকল্পনা ঘোষণা করার কথা মার্কিন প্রেসিডেন্টের। দিনকয়েক আগেই তিনি ঘোষণা করেছিলেন, এ বার তিনি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন। ফলে তাঁর ঘোষণায় কী আসতে চলেছে, তার দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব।

আরও পড়ুন: দেশে ১৭০ জেলা হটস্পট, রাজ্যের ১১ জেলায় করোনার দাপট

Exit mobile version